মাধবপুরে অগ্নিকাণ্ডে ৫০০ মে. টন তুলা পুড়ে ছাই
Published: 10th, March 2025 GMT
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএম স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় অবস্থিত কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গুদামজুড়ে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫০০ মেট্রিক টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে বিপুল পরিমাণ তুলা পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
এসএম স্পিনিং মিলে দায়িত্বরত জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে গুদামের ভেতর হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান শ্রমিকরা। তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও মুহূর্তে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে গুদামে রাখা প্রায় ৫০০ মেট্রিক টন তুলা। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আরো পড়ুন:
দুই ঘণ্টার আগুনে নিঃস্ব চট্টগ্রামের শতাধিক ব্যবসায়ী
চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায় আড়ত ও গুদামে আগুন
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশপাশের স্থাপনাগুলো রক্ষা পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা/আজহারুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ম ধবপ র
এছাড়াও পড়ুন:
হিলি চেকপোস্ট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে হিলিতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, “ভৌগোলিক কারণে ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাঁধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপ-কমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বানিজ্য আরো সম্প্রসারণ করা হবে।”
আরো পড়ুন:
ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
৯ দিনের ছুটি
ভোমরা স্থলবন্দরে ১৪ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার
তিনি আরো বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগে থেকেই ভালো রয়েছে। এই সম্পর্ক আরো ভালো করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন- হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, হাকিমপুর থানার ওসি সুজন মিঞা, তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
ঢাকা/মোসলেম/মাসুদ