বাঙালি উৎসবপ্রিয়। যে-কোনো উৎসবে পোশাকে বৈচিত্র চান তারা। কিছুদিন পরই ঈদুল ফিতর। ক্রেতার চাহিদা অনুযায়ী, নিত্যনতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর ফ্যাশন হাউজগুলো। উৎসবের সময় যত ঘনিয়ে আসছে, জমে উঠছে এইসব ফ্যাশন হাউজ।

এরই মধ্যে জমকালো আয়োজনে রাজধানীর উত্তরায় খন্দকার’স ফ্যাশন হাউজের উদ্বোধন করা হলো। সম্প্রতি ফ্যাশন হাউজটি উদ্বোধন করেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, খন্দকার’স ফ্যাশন হাউজের কর্ণধার আরিয়াম খন্দকার। ফ্যাশন হাউজ উদ্বোধন করতে গিয়ে ‘জংলী’ সিনেমা প্রচারণা করেন এই দুই নায়িকা। তাদের অভিনীত ‘জংলী’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরো পড়ুন:

অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সমালোচনা

সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে: বুবলী

কেক কেটে খন্দকার’স ফ্লাগশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুবলী-দীঘি। প্রতিষ্ঠানটির অন্যতম পণ্য হ্যাভি প্যাডিং জ্যাকেট, সুয়েট শার্ট, হুডি। সামারের জন্য রয়েছে উচ্চ মানের টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কার্গো জগার্স, পাঞ্জাবি ও অন্যান্য নান্দনিক ডিজাইনের পোশাক ঘুরে দেখেন তারা।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিসি-এসপিকে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের কৃতজ্ঞতা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কার্যক্রম সফলভাবে সমাপ্ত করায় মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান সুন্দরভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, লাঙ্গলবন্দ স্নান উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা কমিটির উপদেষ্টা শিখণ সরকার শিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, তারক দাস, অভিজিৎ রায়, দিলীপ দাস, অনুপম সরকার প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মঙ্গল’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
  • মারমাদের মাহা সাংগ্রাইয়ের ছয় দিনব্যাপী উৎসবের শুরু
  • ইউনেস্কোকে ভুল সংশোধনে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান হেফাজতের
  • নববর্ষের শোভাযাত্রায় থাকছে ২৭ নৃগোষ্ঠীও
  • বর্ষবরণ উৎসবে যেসব খেলায় মেতে ওঠেন পাহাড়ের মানুষ
  • ঢাকায় ৬ দিনের গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব
  • ডিসি-এসপিকে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের কৃতজ্ঞতা
  • বেজেছে প্লুং বাঁশি আর ঢোল, পাহাড় মেতেছে উৎসবে
  • যেভাবে শাড়িতে সাজতে পারে ছোট্ট মেয়েটি
  • বেসরকারি সংস্থায় একাধিক পদে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ১০ হাজার