৮ বছর আগে বলিউড অভিনেতা নানা পাটেকর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু সেই অভিযোগ আইনিভাবে হেরে গেছে। কয়েকদিন আগেই তনুশ্রীর অভিযোগ নাকচ করে দিয়েছেন আন্ধেরির আদালত।

বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনসল জানিয়েছেন, অভিযোগের সময়সীমা অতিক্রম করেছে, তাই তনুশ্রীর অভিযোগ খারিজ করা হয়েছে। তবে কোনওভাবেই নিজের অভিযোগ থেকে সরে আসতে নারাজ তনুশ্রী। এবার তিনি নানার বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন। অভিনেত্রীর দাবি, নানা পাটেকরের গুন্ডারা তাঁর সাক্ষীদের হুমকি দিচ্ছে।

২০০৮ তারিখে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য ২০১৮ সালে এফআইআর দায়ের করেন তনুশ্রী। ‘হর্ন ওকে’ ছবির সময়ে নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন নানা। এরপর প্রশ্ন ওঠে, কেন এত দিন পরে অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিনেত্রীর দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে আদালতের কাছে ‘বি-সামারি’ রিপোর্ট জমা দেয় পুলিশ।

এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, “নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের দায়ের করা ‘বি-সামারি’ রিপোর্ট আদালত খারিজ করে দিয়েছে। ২০১৯ সালে পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছিল। দাবি করেছিল, সমস্ত অভিযোগ মিথ্যা। আমার সাক্ষীদের সঙ্গে কথা না বলেই ‘বি-সামারি’ রিপোর্ট তৈরি করেছিল পুলিশ। এ দিকে আমার সাক্ষীদের হুমকি দিচ্ছিল নানা পাটেকরের গুন্ডারা।’

তনুশ্রী আরও লেখেন, “সম্প্রতি, আমার এক সাক্ষী নানার বিরুদ্ধে আদালতে সরাসরি তাঁর বয়ান দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন, ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আদালত সেই বয়ান নিয়ে জানিয়েছে, পুলিশের ‘বি-সামারি’ রিপোর্ট গ্রহণ করা হবে না। তাই আমরা কিন্তু এক প্রকার এই মামলা জিতেছি। এ বার এই ঘটনায় মুম্বই পুলিশ একটি চার্জশিট ফাইল করবে।”

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ট কর

এছাড়াও পড়ুন:

একঝলক (১০ মার্চ ২০২৫)

ছবি: সুপ্রিয় চাকমা

সম্পর্কিত নিবন্ধ