অপু-বুবলীর এ কেমন ভার্চ্যুয়াল যুদ্ধ
Published: 10th, March 2025 GMT
অপু বিশ্বাসের হাতে এখন কোনো ছবি নেই। তারপরও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েই তাঁর এই ব্যস্ততা। তবে এই নায়িকা হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা–সমালোচনার জন্ম দেন। কখনো তিনি ইঙ্গিতে শবনম বুবলীকে খোঁচা মারেন। আবার শবনম বুবলীও কম যান না, তিনিও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন। গতকাল রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।
কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন, শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা–বাবার নাম লিখছে।
ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।
বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ অপু বিশ্বাসের এমন পোস্টে বক্তব্য তাঁর ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।
অপু বিশ্বাস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
একজন নারী মা মেয়ে স্ত্রী বোন, আসুন নারীদের সম্মান করি: বুবলী
বিশ্বজুড়ে আজ ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে দিবসটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী দিবস নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন দেশের তারকারা। বাদ যাননি চিত্রনায়িকা শবনম বুবলী।
মা, মেয়ে, স্ত্রী কিংবা বোন হিসেবে নারীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুকে শবনম বুবলী লিখেছেন, ‘একজন নারী মা, মেয়ে, স্ত্রী, বোন। তাই আসুন সবাই নারীদের সম্মান করি। বিশ্বের সকল নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।’
কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিশ্বরূপ পায়।
প্রসঙ্গত, আগামী ঈদে আসছে বুবলীর সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’ সিনেমা। ‘জংলি’ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও ‘পিনিক’ সিনেমায় আদর আজাদ।