সন্দেহজনক গতিবিধি, ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ বিসিবির
Published: 10th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ)। রোববার (৯ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ চলাকালীন ওই ব্যক্তিকে নজরে আনে বিসিবি।
জানা গেছে, ৪৯ বছর বয়সী ওই দর্শকের নাম ডোমিনিক লুক। জুয়াড়ি সন্দেহে তাকে এসিইউ’র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তবে ডোমিনিক দাবি করেছেন, তিনি কেবল ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহের উদ্দেশ্যেই মাঠে এসেছেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার টিনো মায়োয়োর সঙ্গে তার পরিচয় রয়েছে। অটোগ্রাফ সংগ্রহে সহায়তার জন্য বাংলাদেশের এক সাবেক ক্রিকেটারের মাধ্যমেও অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন তিনি। ডোমিনিক আরও বলেন, চলতি মাসের শুরুতে বাংলাদেশে এসেছেন এবং ২৮ মার্চ পর্যন্ত ঢাকায় অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।
বিসিবির সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি করাপশন ইউনিটকে জানিয়ে দিয়েছে। পাশাপাশি ওই ব্রিটিশ নাগরিকের অতীত রেকর্ড খতিয়ে দেখারও অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত বিপিএলে ফিক্সিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। যদিও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিসিবি জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রতারণামূলক বার্তা শনাক্তে গুগলের নতুন এআই–সুবিধা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে সুরক্ষা দিতে গুগল মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সুবিধা চালু করেছে গুগল। ‘স্ক্যাম ডিটেকশন’ নামের এই প্রযুক্তি সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে। এর ফলে প্রতারকদের পাঠানো বার্তা থেকে নিরাপদ থাকতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।
গুগলের তথ্যমতে, প্রতারকেরা প্রথমে সাধারণ বার্তা পাঠিয়ে আস্থা অর্জন করলেও পরে ধাপে ধাপে প্রতারণার ফাঁদে ফেলে। আর তাই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে স্মার্টফোনে কোনো বার্তা এলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে সন্দেহজনক বার্তা চিহ্নিত করবে স্ক্যাম ডিটেকশন। এরপর সন্দেহজনক বার্তার বিষয়ে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্ক করবে। ব্যবহারকারী চাইলে বার্তাটি উপেক্ষা করতে বা প্রেরককে রিপোর্ট ও ব্লক করতে পারবেন।
প্রতারণা শনাক্তকরণের নতুন এ প্রযুক্তির বিষয়ে গুগল মেসেজেসের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক আলবার্তো পাস্তোর নিয়েতো বলেন, ‘প্রথাগত স্প্যাম সুরক্ষা প্রযুক্তি মূলত বার্তা পাঠানোর আগেই কাজ করে। কিন্তু নতুন ধরনের প্রতারণা কথোপকথনের মাঝখানে বিপজ্জনক হয়ে ওঠে এবং ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছি, যা কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক বার্তাগুলো শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক সতর্ক করবে। এ প্রক্রিয়ায় ব্যবহারকারীর গোপনীয়তাও অক্ষুণ্ন থাকবে।’
স্ক্যাম ডিটেকশনের সুবিধাটি মূলত স্মার্টফোনের কন্ট্যাক্ট তালিকার বাইরে থাকা নম্বর থেকে পাঠানো সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে। সুবিধাটি ফোনে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা গেলেও ব্যবহারকারীরা চাইলে স্প্যাম সুরক্ষা সেটিংস থেকে বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ইংরেজি ভাষায় বার্তা আদান–প্রদান করা ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ