সন্দেহজনক গতিবিধি, ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ বিসিবির
Published: 10th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ)। রোববার (৯ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ চলাকালীন ওই ব্যক্তিকে নজরে আনে বিসিবি।
জানা গেছে, ৪৯ বছর বয়সী ওই দর্শকের নাম ডোমিনিক লুক। জুয়াড়ি সন্দেহে তাকে এসিইউ’র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তবে ডোমিনিক দাবি করেছেন, তিনি কেবল ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহের উদ্দেশ্যেই মাঠে এসেছেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার টিনো মায়োয়োর সঙ্গে তার পরিচয় রয়েছে। অটোগ্রাফ সংগ্রহে সহায়তার জন্য বাংলাদেশের এক সাবেক ক্রিকেটারের মাধ্যমেও অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন তিনি। ডোমিনিক আরও বলেন, চলতি মাসের শুরুতে বাংলাদেশে এসেছেন এবং ২৮ মার্চ পর্যন্ত ঢাকায় অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।
বিসিবির সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি করাপশন ইউনিটকে জানিয়ে দিয়েছে। পাশাপাশি ওই ব্রিটিশ নাগরিকের অতীত রেকর্ড খতিয়ে দেখারও অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত বিপিএলে ফিক্সিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। যদিও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিসিবি জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের
এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সের অধিনায়কত্ব করা সাব্বির রহমানকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওদিকে পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। এসবের মধ্যেই বড় বোমা ফাটিয়েছেন পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তাঁর দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। অনেকেই নাকি তাঁর কাছে সন্দেহ প্রকাশ করেছেন, ‘ম্যাচ ফিক্সিং’ করছেন পারটেক্সের ক্রিকেটাররা।
আনোয়ারুল মোস্তাকিমের অভিযোগ, ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
আবাহনীর বিপক্সে পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান