সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে থালা। তাতে একে একে দেওয়া হয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, নিমকি আর সেমাই। প্রতিটি থালার চারপাশে গোল করে বসেছেন পাঁচ থেকে ছয়জন। কিছুদূরে বরফের টুকরা নিয়ে বড় হাঁড়িতে চলছে শরবত তৈরি। গ্লাসে এনে দেওয়া হয় প্রত্যেকের পাশে। মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসতেই এই শরবত পান করে শুরু হয় ইফতার।

এই দৃশ্য চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের। প্রায় ৩৮ বছর ধরে এভাবেই মসজিদটিতে আয়োজিত হয়ে আসছে গণ-ইফতার। নগরের অন্যতম পুরোনো এই মসজিদে পথচারী, শ্রমজীবীসহ নানা শ্রেণি–পেশার মানুষ এই ইফতারে যোগ দেন। একই থালায় বসে ভেদাভেদ ভুলে ইফতার করেন তাঁরা। এ যেন সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ এখানে ইফতারে শামিল হন।

ইফতার প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মসজ দ ইফত র

এছাড়াও পড়ুন:

পুণ্যস্নানে হামদর্দের শরবত রুহ আফজা আপ্যায়ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। এই স্নান সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ আচার, যেখানে তীর্থ যাত্রীরা জলাশয়ে স্নান করে আত্মশুদ্ধি ও পাপ মুক্তির প্রার্থনা করেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ছড়িয়ে দিতে উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশে তীব্র গরমের মধ্যে তীর্থ যাত্রীদের শরবত রুহ আফজা আপ্যায়ন করিয়েছে হামদর্দ ল্যাবরেটেরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

আপ্যায়িত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তীর্থ যাত্রীরা। এসময় তারা হামদর্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • পুণ্যস্নানে হামদর্দের শরবত রুহ আফজা আপ্যায়ন