সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ৭ ঘণ্টা ঢাকার বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। 

সোমবার (১০ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

দুর্ঘটনার পর পোশাক শ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রাখেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারেনি। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ঘটন অবর ধ

এছাড়াও পড়ুন:

এক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে

রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবটির সমর্থকদের জন্য কাল রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাপারটি বর্ণনা করেছেন এভাবে—রুডিগারের অস্ত্রোপচার, মৌসুম শেষ। মেন্দির অস্ত্রোপচার, মৌসুম শেষ। আলাবার অস্ত্রোপচার, মৌসুম শেষ। লুকাস ভাসকেজ ২ ম্যাচ নিষিদ্ধ। রুডিগার ৬ ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ চোটের কারণে অস্ত্রোপচার, নিষেধাজ্ঞায় রিয়ালের রক্ষণভাগ উজাড়!

আরও পড়ুনরেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহামরা কে কত ম্যাচ১৯ মিনিট আগে

সবার আগে এসেছে রুডিগারের মৌসুম শেষ হওয়ার খবর। গতকাল তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পর জানা গেল, আট সপ্তাহের জন্য রিয়াল সেন্টারব্যাককে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ লিগ মৌসুম শেষ রুডিগারের। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এরপর গভীর রাতে দুঃসংবাদ ভেসে আসে এক এক করে।

কোপা দেল রে ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন মেন্দি

সম্পর্কিত নিবন্ধ