Risingbd:
2025-03-10@12:10:40 GMT

অভিষেকের অপেক্ষায় ডেবিড

Published: 10th, March 2025 GMT

অভিষেকের অপেক্ষায় ডেবিড

একজন লেখকের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দ্য রাইটার’ সিনেমার কাহিনি। অপূর্ব রানা নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— আদর আজাদ, অধরা খান, ডেবিড সরকার, শিরিন শিলা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ডেবিডের।

জানা গেছে, লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তি জীবন নিবিরভাবে উঠে আসবে পর্দায়। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন এ এইচ এনামুল হক।

সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক ডেবিড সরকার। তিনি বলেন, “একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্প। গল্পে চমক আছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।”

আরো পড়ুন:

কাতারে উড়ে যাবেন একঝাঁক তারকা

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপসম্রাট আজম খান

লেখক সত্তা ও তার স্বাভাবিক সম্পর্কের সমীকরণ ‘দ্য রাইটার’ সিনেমা। এতে আরো অভিনয় করেছেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’

হঠাৎ দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে দেশে। একের পর এক ঘটছে নারকীয় ঘটনা। এমন ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে সোচ্চার পুরো  দেশ। সোচ্চার শোবিজের তারকারাও। 

ধর্ষকের বিচার চেয়ে  শনিবার রাস্তায় নেমেছিলেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের বোনদের, ভাইদের—যাঁরা রাত থেকে ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করছেন। টনক কি নড়বে?’

তরুণ গায়ক তাশরিফ খান গান গাওয়ার পাশাপাশি সমাজের নানা ইস্যুতে সোচ্চার থাকেন। নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানান। আজ এই তরুণ গায়ক তাঁর ফেসবুকে লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’

তরুণ অভিনয়শিল্পী যাহের আলভী স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের পথে একজন সাইকেলে, একজন হেঁটে—কিন্তু দুজনেই এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যে।’

সম্পর্কিত নিবন্ধ

  • নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা
  • মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহটি পুরুষ নাকি নারীর, জানেনা পুলিশ
  • দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
  • যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার
  • একজন গেরিলা নেতার ‘জুয়াখেলা’
  • মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
  • ধর্ষণের বিরুদ্ধে অভিনয় শিল্পীর প্রতিবাদ
  • রোজার দিনে কড়া রোদে দীর্ঘ অপেক্ষা
  • ‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’