মামুনের গানচিত্র ‘প্রেম বাজারে নকল মানুষ’
Published: 10th, March 2025 GMT
ইউটিউবে মুক্তি পেয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডলের গানচিত্র ‘প্রেম বাজারে নকল মানুষ’। গানটির কথা লিখেছেন কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত। সুর করেছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাজু আহমেদ সরকার। সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন এ এম সি নয়ন খান। অভিনয় করেছেন হিরো মিলন এবং পিও। ‘প্রেম বাজারে নকল মানুষ’ মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে বাদশাহ সৈকত ইউটিউব চ্যানেলে।
এ বিষয়ে গীতিকার বাদশাহ সৈকত বলেন, “প্রেম এক স্বাভাবিক মানবিক অনুভূতি। সবাই প্রেমে বাঁচতে চায়। কিন্তু এই অস্থির সময়ে প্রেমের বাজার নকল মানুষে সয়লাব। এই গানে মনস্তাত্ত্বিক টানাপড়েনের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। আশা করছি, গানটি সব বয়সের মানুষের ভালো লাগবে।”
ঢাকা/রফিক/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নকল ম ন ষ কর ছ ন
এছাড়াও পড়ুন:
লাউপাতার শুঁটকি ভর্তা বানাবেন যেভাবে
ছবি: সাবিনা ইয়াসমিন