মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নির্বাপণ
Published: 10th, March 2025 GMT
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন ম ক ত য দ ধ জ দ ঘর ম ক ত য দ ধ জ দ ঘর
এছাড়াও পড়ুন:
‘শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে আইন হচ্ছে’
শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে খুব শিগগিরই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, ‘‘টাকা পাচারে ১১টা কোম্পানি ও ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন শেখ হাসিনা ও তার পরিবার।’’
তিনি আরো বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।’’
এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘‘ঠিক সময়ে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে দিতে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানো কাজ মঙ্গলবার থেকেই শুরু হবে।’’
ঢাকা/হাসান/এনএইচ