ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল। তবে তিনি আসর শুরুর ১২ দিন আগে নিজের নাম সরিয়ে নিলেন। ফলে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে এই ইংলিশ ক্রিকেটারকে।

আইপিএল ২০২৫ এর মেগা নিলাম হয়েছিল সৌদির জেদ্দায়। সেই নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ব্রুককে ৬.২৫ কোটি রুপিতে কিনেছিল। এর আগে ২০২৪ আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজি ৪ কোটি রুপিতে কিনে নিয়েছিল এই ইংলিশ ব্যাটসম্যানকে। সেবার দাদির মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। আইপিল থেকে নিজেকে দ্বিতীয়বার সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ব্রুক জাতীয় দলকে সময় দেওয়ার কথা উল্লেখ করেন।

যেহেতু বিদেশী খেলোয়াড়রা শেষ মুহূর্তে সরে দাঁড়ান আইপিএল থেকে, তাই এবার প্রশাসন একটি কঠোর নিয়ম প্রবর্তন করেছে। যদি কোনো খেলোয়াড়কে কোনো দল নিলাম থেকে কেনে, তারপর সিরিজ শুরুর আগে সে যদি সরে দাঁড়ান, তবে তাকে পরবর্তী দুই আইপিএল মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে। তিনি ২০২৭ সাল পর্যন্ত আর এই টি-তোয়েন্ট আসরে অংশগ্রহণ করতে পারবেন না।

আরো পড়ুন:

চ‌্যাম্পিয়নস ট্রফি জয়: মাঠে বিরাট-আনুশকার আনন্দঘন মুহূর্ত

রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজ সেরা

ব্রুক রবিবার (৯ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, ‘পুনরায় শক্তি সঞ্চয়’ করতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চান। ব্রুক লিখেন, “আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত।”

ব্রুক আরও যোগ করেন, “আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি আমার দেশের জন্য খেলার স্বপ্ন দেখতাম এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমি যে খেলা ভালোবাসি তা এই পর্যায়ে খেলতে পারছি।”

এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ড ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ট্যুর শুরু হবে। ভারত টেস্টের আগে, ইংল্যান্ড স্বাগতিক হিসেবে সাদা বলের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। পাশাপাশি মে মাসে একটি একক টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

সে দিকে ইঙ্গিত করে ব্রুক বলেন, “এটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমি আসন্ন সিরিজগুলির জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে চাই। যা করতে হলে, পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য কিছু সময় দরকার।”

হ্যারি ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এ কারণে তিনি দেশের হয়ে খেলাটা আরও গুরুত্বের সাথে দেখছেন।

২০২৫ সালের আইপিএল ২২ মার্চ শুরু হবে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

বাংলাদেশের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনকে ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

বুধবার (৯ এপ্রিল, ২০২৫) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেছেন, ওয়ালটন টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিত্যনতুন উদ্ভাবনী পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ও হাই-টেক শিল্প খাতে দেশে বিপুল বিনিয়োগ করেছে ওয়ালটন। যেখানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। আমদানি-বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন বাংলাদেশে নতুন নতুন মাইলফলক সৃষ্টি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের ৫০টি দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী দিনে ওয়ালটনকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়েছে। ওয়ালটনকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ। 

তিনি আরো বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনে ওয়ালটন সর্বদা কাজ করছে। তাই, চতুর্থ শিল্প বিল্পবের নতুন নতুন যে অটোমেশন প্রযুক্তি আছে, সেগুলোতে বেশি করে বিনিয়োগ করা হচ্ছে। স্থানীয় ও বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচারণা বাড়াতে ব্যাপকভাবে কাজ চলছে। পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তি ও ফিচারের পণ্য উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনেও প্রতিনিয়ত বিনিয়োগ করা হচ্ছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদন প্রক্রিয়া এবং পণ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সংযোজন ঘটানো হচ্ছে। উদ্ভাবনী পণ্য উৎপাদনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

তিনি জানান, ওয়ালটন একটি সবুজ ও কার্বন-শূন্য বাংলাদেশ গড়তে সরকারের ভিশনের সঙ্গে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির আলোকেই ইতোমধ্যে গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে নেট মিটারিং নির্দেশিকায় ৬.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প স্থাপন করা হয়েছে এবং আরো ১৩.৫ মেগাওয়াট প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই মুহূর্তে ওয়ালটন শিল্প স্থাপনায় মোট ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার মতো পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে প্রচলিত শক্তির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস, কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় নবায়নযোগ্য শক্তি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা সম্ভব হবে।  

গত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ খাতে বিশেষ অবদান এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে আরো বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল বিনিয়োগকারীদের ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ দিয়েছে বিডা। 

ঢাকা/একরাম/সাহেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু
  • একঝলক (১০ এপ্রিল ২০২৫)
  • প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% থাকবে উচ্চ মূল্যস্ফীতি
  • আজ টিভিতে যা দেখবেন (১০ এপ্রিল ২০২৫)
  • বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বিশ্বমঞ্চে দেশের সম্ভাবনা তুলে ধরার অসামান্য উদ্যোগ
  • বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
  • চার খাতে সংস্কারেই মিলবে ৩৫ লাখ কর্মসংস্থান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় আবার বৃদ্ধি, ১০০ নম্বরের এমসিকিউ, মেধাতালিকা ২০০ নম্বরে
  • আজ টিভিতে যা দেখবেন (৯ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)