দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পথে ব্রুক
Published: 10th, March 2025 GMT
ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল। তবে তিনি আসর শুরুর ১২ দিন আগে নিজের নাম সরিয়ে নিলেন। ফলে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে এই ইংলিশ ক্রিকেটারকে।
আইপিএল ২০২৫ এর মেগা নিলাম হয়েছিল সৌদির জেদ্দায়। সেই নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ব্রুককে ৬.২৫ কোটি রুপিতে কিনেছিল। এর আগে ২০২৪ আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজি ৪ কোটি রুপিতে কিনে নিয়েছিল এই ইংলিশ ব্যাটসম্যানকে। সেবার দাদির মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। আইপিল থেকে নিজেকে দ্বিতীয়বার সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ব্রুক জাতীয় দলকে সময় দেওয়ার কথা উল্লেখ করেন।
যেহেতু বিদেশী খেলোয়াড়রা শেষ মুহূর্তে সরে দাঁড়ান আইপিএল থেকে, তাই এবার প্রশাসন একটি কঠোর নিয়ম প্রবর্তন করেছে। যদি কোনো খেলোয়াড়কে কোনো দল নিলাম থেকে কেনে, তারপর সিরিজ শুরুর আগে সে যদি সরে দাঁড়ান, তবে তাকে পরবর্তী দুই আইপিএল মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে। তিনি ২০২৭ সাল পর্যন্ত আর এই টি-তোয়েন্ট আসরে অংশগ্রহণ করতে পারবেন না।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি জয়: মাঠে বিরাট-আনুশকার আনন্দঘন মুহূর্ত
রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজ সেরা
ব্রুক রবিবার (৯ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, ‘পুনরায় শক্তি সঞ্চয়’ করতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চান। ব্রুক লিখেন, “আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত।”
ব্রুক আরও যোগ করেন, “আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি আমার দেশের জন্য খেলার স্বপ্ন দেখতাম এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমি যে খেলা ভালোবাসি তা এই পর্যায়ে খেলতে পারছি।”
এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ড ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ট্যুর শুরু হবে। ভারত টেস্টের আগে, ইংল্যান্ড স্বাগতিক হিসেবে সাদা বলের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। পাশাপাশি মে মাসে একটি একক টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
সে দিকে ইঙ্গিত করে ব্রুক বলেন, “এটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমি আসন্ন সিরিজগুলির জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে চাই। যা করতে হলে, পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য কিছু সময় দরকার।”
হ্যারি ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এ কারণে তিনি দেশের হয়ে খেলাটা আরও গুরুত্বের সাথে দেখছেন।
২০২৫ সালের আইপিএল ২২ মার্চ শুরু হবে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৯ মার্চ) সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশের মাধ্যমে সংশ্লিষ্টদের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারি সচিব মো.আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/হাসনাত/ফিরোজ