বাংলাদেশ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহায়তার ঘোষণা কানাডার
Published: 10th, March 2025 GMT
বাংলাদেশ ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। রবিবার (৯ মার্চ) দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ প্যাকেজ ঘোষণা করেছেন। খবর গ্লোবাল নিউজের।
আহমেদ হুসেন এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশের সঙ্গে এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কানাডা আরো শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিয়ে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।”
এই বিপুল পরিমাণ সহায়তা বাংলাদেশ ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে কানাডার ফেডারেল লিবারেল সরকার বৈদেশিক উন্নয়ন সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়।
ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ও তার নতুন প্রশাসনিক দক্ষতাবিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্ক ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করেন। যার ফলে বিশ্বব্যাপী অনেকগুলো সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায়।
ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা বৈদিশিক সহায়তা প্রকল্পগুলোকে মার্কিন করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন। তাদের মতে, এসব সহায়তা উদার রাজনৈতিক এজেন্ডা সমর্থন করে। তবে, তাদের বিরোধিতাকারীরা বলছেন, এই ধরনের ব্যয় আমেরিকানদের বিশ্বে অবস্থান বাড়ায় এবং অন্যান্য দেশের বিদেশি হস্তক্ষেপকে প্রতিরোধ করে।
কানাডার নতুন তহবিলের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রকল প ক ষমত
এছাড়াও পড়ুন:
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৯
টেকনাফে যৌথ অভিযানে অপহৃত উদ্ধার, আটক ৩
তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমান বিজু বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবিরকর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।
ঢাকা/সোহাগ/বকুল