Risingbd:
2025-04-30@11:32:59 GMT

আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের

Published: 10th, March 2025 GMT

আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের

তৃতীয় রাউন্ডে আবারো ১০ উইকেটে জয়ের দেখা পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। এর আগে প্রথম রাউন্ডে তারা ১০ উইকেটে ম্যাচ জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে।

দ্বিতীয় রাউন্ডে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে লড়াই করেও শেষ হাসিটা হাসতে পারেনি রূপগঞ্জ। এবার শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছে আকবর আলীর দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৯.

৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। দুই ইনিংস মিলিয়ে ফল হওয়া ম্যাচে খেলা হয়েছে কেবল ৩৫.২ ওভার।রূপগঞ্জের এই জয়ের নায়ক স্পিনার তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনার ৭ ওভারে ১ মেডেনে ১৫ রানে ৩ উইকেট নেন। ৩ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজাও। ২৮ রানে তার শিকার ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী।

আরো পড়ুন:

যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা

বৃথা গেল আল-আমিনের সেঞ্চুরি, আবাহনীর জয়

শাইনপুকুরের ব্যাটিং একদমই ভালো হয়নি। দলের তিন ক্রিকেটার কেবল দুই অঙ্ক ছুঁয়েছিলেন। ওপেনার নিয়ন জামান ১৪, উইকেট রক্ষক ফারজান আহমেদ ১০ এবং পেসার আল ফাহাদ ১০ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ঝড়ো ব্যাটিং করেন। ২০ বলে ৩৫ রান করা তানজিদ দুইবার সুযোগ দিয়েছিলেন ফিল্ডারদের। কিন্তু কেউই তার ক্যাচ নিতে পারেননি। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তার সঙ্গী সাইফ। তিন ম্যাচ শেষে রূপগঞ্জের এটি দ্বিতীয় জয়। শাইনপুকুরের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়। 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ইনপ ক র র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বছরের ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

সিলেট–৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।

আরও পড়ুনমানব পাচার মামলায় সাবেক মন্ত্রী ইমরান আহমদের তিন দিনের রিমান্ড২১ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ