সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতিসাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন।

সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর গতকাল রোববার এমন অঙ্গীকার করেন শারা। অভিযোগ আছে, গত কয়েক দিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এটি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের সম্প্রদায়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো ‘নির্বিচার হত্যাকাণ্ডে’ ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই সহিংসতার ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। পরে শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে শারা দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ব্যক্তিদের খুঁজে খুঁজে ধরারও অঙ্গীকার করেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাব অনুসারে, গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ২৩১ জন সদস্য এবং ২৫০ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩১১।

আরও পড়ুনসিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে১১ ঘণ্টা আগে

গতকাল শারা বলেন, আজ তাঁরা যখন এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, তখন তাঁরা একটি নতুন বিপদের মুখোমুখি। আর তা হলো, সাবেক সরকারের যাঁরা রয়ে গেছেন, তাঁরা এবং তাঁদের বিদেশি সমর্থকেরা নতুন সংঘাত উসকে দেওয়ার, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যার লক্ষ্য হলো দেশকে বিভক্ত করা। ঐক্য ও স্থিতিশীলতা ধ্বংস করা।

শারার ভিডিও বক্তব্যটি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশ করা হয়েছে। বক্তব্যে তিনি আরও বলেন, তাঁরা দৃঢ়ভাবে নিশ্চিত করছেন যে বেসামরিক নাগরিকদের রক্তপাত অথবা জনগণের ক্ষতিসাধনে জড়িত ব্যক্তি, নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রীয় ক্ষমতা বা কর্তৃত্বের অপব্যবহারকারী যে কাউকে তাঁরা কঠোরভাবে এবং নমনীয়তা ছাড়াই জবাবদিহির মুখোমুখি করবেন।

কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারবেন না উল্লেখ করে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন, যাঁদের হাত সিরিয়ার মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, তাঁরা শিগগির বিচারের মুখোমুখি হবেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেন শারা। সেখানে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হওয়া সহিংসতার তদন্ত এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনসিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত ১০০০২১ ঘণ্টা আগে

শারা তাঁর দেশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে তাঁর সমর্থকদের বিরুদ্ধে দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে নৃশংসতা চালানোর যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে রাজধানী দামেস্কের একটি মসজিদ থেকে দেওয়া এক ভাষণে শারা বলেন, ‘খোদা চাইলে আমরা একসঙ্গে এ দেশে বসবাস করতে পারব।’

সিরিয়ার একটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, লাতাকিয়া, জাবলা ও বানিয়াস শহরের চারপাশে গতকাল সংঘর্ষের তীব্রতা কমেছে।

গত বৃহস্পতিবার সরকারি বাহিনীর ওপর অতর্কিত হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকে সরকারি বাহিনী ও আসাদের অনুগত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ চলছে।

সিরিয়ায় প্রাণঘাতী সহিংসতার প্রতিবাদ জানাতে দেশটির শত শত মানুষ রাজধানী দামেস্কে জড়ো হয়েছিলেন। গতকাল বিক্ষোভকারী ব্যক্তিরা দামেস্কের মারজেহ স্কয়ারে প্ল্যাকার্ড হাতে জড়ো হন।

আরও পড়ুনসিরিয়ায় অভিযানে আলাউইত সম্প্রদায়ের ১৬২ জন নিহত, অস্ত্র সমর্পণের আহ্বান শারার০৮ মার্চ ২০২৫

এদিকে সংঘর্ষের মধ্যে ভূমধ্যসাগরীয় উপকূলে বসবাসকারী সিরিয়ার শত শত বেসামরিক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। লাতাকিয়া ও তারতুস প্রদেশ ছিল বাশার আল-আসাদের সাবেক ঘাঁটি। তিনি আলাউইত সম্প্রদায়ের মানুষ।

আরও পড়ুনসিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, ৭০ জনের বেশি নিহত০৭ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ঘর ষ র বর ত গতক ল সরক র

এছাড়াও পড়ুন:

লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকুকে হেফাজতে নিল পুলিশ

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রিংকু নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে লালমাটিয়া এলাকা থেকে রিংকুকে আটক করে হেফাজতে নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনধূমপান করায় হট্টগোল, তরুণীকে উদ্ধার করে থানায় আনল পুলিশ০১ মার্চ ২০২৫

এদিকে আজ সোমবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে পুলিশ বলছে, রিংকুকে গ্রেপ্তার নয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন‘পাবলিক প্লেসে’ ধূমপান নারী–পুরুষ সবার জন্য অপরাধ: স্বরাষ্ট্র উপদেষ্টা০২ মার্চ ২০২৫

এক ব্যক্তি ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন।

আরও পড়ুন‘স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন’০৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ