ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। গত ৮ মার্চ ভারতের রাজস্থানের জয়পুরে বসে রজতজয়ন্তী আসর। উদ্বোধনী আসরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল রাতে চলচ্চিত্র পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।

ঝলমলে এই আয়োজনে চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী নীতাংশি গোয়েল, অভিনেতার ট্রফি পেয়েছেন কার্তিক আরিয়ান। কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জয়জয়কার। সবচেয়ে বেশি পুরস্কার জিতেছি সিনেমাটি। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন আইফা অ্যাওয়ার্ড—

সেরা সিনেমা: লাপাতা লেডিস
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)     

আরো পড়ুন:

আমার কোমরে সেই দাগটা ১০ বছর ছিল: শিল্পা

নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া থ্রি)
সেরা অভিনেত্রী: নীতাংশি গোয়েল (লাপাতা লেডিস)
সেরা খলনায়ক: রাঘব জুয়াল (কিল)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জানতি বদিওয়ালা (শয়তান)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা নবাগত অভিনেত্রী: প্রতিভা রাংটা (লাপাতা লেডিস)

সেরা মৌলিক গল্প: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (অ্যাডাপ্টেড): শ্রীরাম, অরিজিৎ বিশ্বাস, পূজা লাদাহ, অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)
সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার ৩.

০, ভুল ভুলাইয়া থ্রি)
সেরা প্লেব্যাক গায়ক: জুবিন নটিয়াল (দুয়া, আর্টিকেল ৩৭০)
সেরা সংগীত পরিচালক: রাম সম্পত (লাপাতা লেডিস)
সেরা গানের কথা: প্রশান্ত পান্ডে (সজনী, লাপাতা লেডিস)

ভারতীয় সিনেমায় বিশেষ অবদান: রাকেশ রোশান

আইফার এবারের আসরে বলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন শাহরুখ খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল প্রমুখ। এ মঞ্চে নেচে মুগ্ধতা ছড়ান শাহরুখ-মাধুরী, কারিনা, ক্যাটরিনা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মাগুরার শিশুটি চোখের পাতা নেড়েছে

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। 

সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আব্দুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিকে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমে ছিল সেটা দূর করা গেছে। চিকিৎসকরা আশাবাদী দুই এক দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে।

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে।

সম্পর্কিত নিবন্ধ