নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি রেস্তোরাঁর কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে ছাত্রদলের নেতা দাবি করেছেন, নিহত তরুণ ছাত্রদলের কর্মী।

এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সম্রাট শহরের গলাচিপা এলাকার মো.

হোসেনের ছেলে।

এ সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাঁরা ধর্ষণবিরোধী মশালমিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নেতা-কর্মীরা যখন বাড়ি যাচ্ছিলেন, তখন শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ছাত্রদলের কর্মী অপূর্বকে একজন ছুরিকাঘাত করেন। আহত অপূর্বকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজিজুল ইসলাম আরও বলেন, ‘এ সময় ছুরিকাঘাত করা এক যুবককে আশপাশের লোকজন আটক করে মারধর করেন। আমরা আইন নিজের হাতে তুলে না দিয়ে ছাড়ানোর চেষ্টা করি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ প্রথম আলোকে জানান, রাতে মশালমিছিল করলে ওই মিছিলের পেছন থেকে কটূক্তি করায় চড় মারেন অপূর্ব। তখন সম্রাট ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এই ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ নন। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মূলত তাঁর সঙ্গে এক পোশাককর্মীর কথা-কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত রদল র শহর র

এছাড়াও পড়ুন:

ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 

পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সঙ্গে তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলিও রয়েছেন।

শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি বিমানে করে অধ্যাপক মামুন মাহমুদ ও তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলিও সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে ১৭ মার্চ তাঁরা দেশে ফিরবেন বলে জানিয়েছেন অধ্যাপক  মামুন মাহমুদ। 

এসময় তিনি আরও বলেন, আজকে আমি পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য পবিত্র নগরী মক্কায় যাচ্ছি। আমি দলীয় নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবেন যেন আমি পবিত্র ওমরা হজ্ব পালন শেষে সুখ সালামতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। 

আমি পবিত্র ওমরা পালন কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য এবং নারায়ণগঞ্জবাসী ও বিএনপি ও নেতাকর্মীদের প্রতি দোয়া করবো।

দোয়া করবো দেশে গণতন্ত্র যেন পূর্ণ উদ্ধারসহ ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ইয়াবা রুট ঢাকা টু মালদ্বীপ
  • চব্বিশের আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না - মাইনুদ্দিন
  • হাসিনার মতোই পালিয়ে গেছে ওসমান পরিবার : রফিউর রাব্বি
  • রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 
  • হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর নামে মামলা
  • স্নাতকের ফল প্রকাশের আগে নিয়োগের ঘটনায় তদন্ত কমিটি
  • রাবিতে স্নাতকের ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ, তদন্ত কমিটি