নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি রেস্তোরাঁর কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে ছাত্রদলের নেতা দাবি করেছেন, নিহত তরুণ ছাত্রদলের কর্মী।

এ ঘটনায় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সম্রাট শহরের গলাচিপা এলাকার মো.

হোসেনের ছেলে।

এ সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাঁরা ধর্ষণবিরোধী মশালমিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নেতা-কর্মীরা যখন বাড়ি যাচ্ছিলেন, তখন শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ছাত্রদলের কর্মী অপূর্বকে একজন ছুরিকাঘাত করেন। আহত অপূর্বকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আজিজুল ইসলাম আরও বলেন, ‘এ সময় ছুরিকাঘাত করা এক যুবককে আশপাশের লোকজন আটক করে মারধর করেন। আমরা আইন নিজের হাতে তুলে না দিয়ে ছাড়ানোর চেষ্টা করি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ প্রথম আলোকে জানান, রাতে মশালমিছিল করলে ওই মিছিলের পেছন থেকে কটূক্তি করায় চড় মারেন অপূর্ব। তখন সম্রাট ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এই ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ নন। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মূলত তাঁর সঙ্গে এক পোশাককর্মীর কথা-কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত রদল র শহর র

এছাড়াও পড়ুন:

বন্দর থানা (জেলা) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জের বন্দর থানায় জাসাসকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে এড. মতিউর রহমান মতিনকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সভাপতি সিরাজুর ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব মোল্লা এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. ফরিদ হোসেন, মো. মোশারফ হোসেন খান, কাইউম আহম্মেদ, মো. রেজাউল করিম, মো. নবী উল্লাহ্, বাবুল মিয়া, নুর আলম, মো. উজ্জল হোসেন, মো. আলতাব, আলী হোসেন, মঞ্জুর হোসেন, মো. জিয়াবল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মো. সোহেল, ওয়াজেদ আলী, মো. রোস্তম আলী, মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মো. শরীফ সরকার, মো. জাহিদুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (মিলন), সহ-সাংগঠনিক মাছুমা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মো. মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক মো. কাওসার মুবিন, সংগিত বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মজিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক নাইমুর রহমান, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হানিফ মিয়া, ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. ফরিদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হযরত আলী, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রিয়াদ, সদস্য- মো. মিহাদ, মোহাম্মদ রকি, তাসলিমা বেগম, কামাল হোসেন, মো. কবির হোসেন, শিল্পী আক্তার, মো. ইমন, মো. হোসেন, মো. লিটন মিয়া, মো. ডালিম, রাজু মিয়া, জাহাঙ্গীর মিয়া, মো. মনির হোসেন, মো. পলাশ, রত্না আক্তার। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
  • কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন
  • কারখানার বর্জ্যে মরছে নদ
  • রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
  • আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়
  •  সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষকদের নিয়ে কর্মশালা
  • নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন’র দোয়া অনুষ্ঠিত
  • জাকির খানের ছবি দিয়ে শ্রমিক লীগ নেতা পলাশের পোষ্টার, তীব্র ক্ষোভ
  • বন্দর থানা (জেলা) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন