ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ
Published: 10th, March 2025 GMT
নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পর এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ ল শ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
জমিয়াতুল ফালাহ মসজিদ: ৩৮ বছর ধরে ইফতারে সৌহার্দ্য
সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে থালা। তাতে একে একে দেওয়া হয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, নিমকি আর সেমাই। প্রতিটি থালার চারপাশে গোল করে বসেছেন পাঁচ থেকে ছয়জন। কিছুদূরে বরফের টুকরা নিয়ে বড় হাঁড়িতে চলছে শরবত তৈরি। গ্লাসে এনে দেওয়া হয় প্রত্যেকের পাশে। মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসতেই এই শরবত পান করে শুরু হয় ইফতার।
এই দৃশ্য চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের। প্রায় ৩৮ বছর ধরে এভাবেই মসজিদটিতে আয়োজিত হয়ে আসছে গণ-ইফতার। নগরের অন্যতম পুরোনো এই মসজিদে পথচারী, শ্রমজীবীসহ নানা শ্রেণি–পেশার মানুষ এই ইফতারে যোগ দেন। একই থালায় বসে ভেদাভেদ ভুলে ইফতার করেন তাঁরা। এ যেন সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ এখানে ইফতারে শামিল হন।
ইফতার প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবীরা