সিরাজগঞ্জে যমুনা সেতুর সংযোগ সড়কে মাইক্রোবাসে ডাকাতি, মুঠোফোন ও টাকা লুট
Published: 10th, March 2025 GMT
সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস যমুনা সেতু সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতেরা হঠাৎ ইট ছুড়ে মারে। চালক মাইক্রোবাসটি থামিয়ে দিলে সাত-আটজনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে ৭টি মুঠোফোন ও প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা রাতেই থানায় একটি অভিযোগ করেছেন। ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাভারে চাঁদা না দেওয়ায় গুলি ছুড়ে খেয়াঘাট থেকে দুটি ট্রলার লুটের অভিযোগ, মামলা
ছবি: সংগৃহীত