শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, তালিকায় একই রোল একাধিকবার, বিভ্রান্তিতে ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা
Published: 10th, March 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১০০ নম্বরের পরীক্ষায় এ ইউনিটে (বিজ্ঞান) সর্বোচ্চ নম্বর উঠেছে ৯২ দশমিক ৮। গতকাল রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি কমিটির সদস্যসচিব মোহম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফলাফল প্রত্যেক ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা মুঠোফোন নম্বরে খুদে বার্তায় (মেসেজ) মাধ্যমে পাঠানো হয়েছে। তা ছাড়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে পারবেন। তবে পাসের হার সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করেনি ভর্তি কমিটি।
অন্যদিকে, ফলাফল প্রকাশের তালিকায় একই রোল নম্বর একাধিকবার থাকায় ভর্তি–ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ ইউনিটের (বিজ্ঞান) পাস করা প্রার্থীদের তালিকার ২১০৫৫৪৯ রোল নম্বরটি ও পাসের র্যাঙ্ক ৪৮৭০ দুবার করে রয়েছে। এ রকম অন্তত দশের অধিক রোল নম্বর ও র্যাঙ্ক তালিকায় দেখা গেছে। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।
শাবিপ্রবির ফলাফলসংক্রান্ত একটি পোস্টে একজন ভর্তি–ইচ্ছুকদের অভিভাবক সঞ্জয় সরকার মন্তব্য করেন, ‘ভাই একটু দেখবেন ২১২৫০২৬ এ রোল নম্বরটা দুবার দেওয়া কিন্তু আমার ভাইয়ের রোল নম্বর ২১২৫০২৭, এমনটা কেন হলো?
আরও পড়ুনগুচ্ছে এবার ১৯ বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু, আছে দ্বিতীয়বারের সুযোগ, জেনে নিন বিস্তারিত০৫ মার্চ ২০২৫এ ছাড়া ফলাফল প্রকাশের পর থেকেই ভর্তি–ইচ্ছুকরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিহাব উদ্দিন নামের একজন লিখেছেন, ‘সার্ভার (ওয়েবসাইট) ডাউন ভাই, সন্ধ্যা ৭টা থেকে চেষ্টা করছি, ৯টা পর্যন্তও কিন্তু ঢুকতে পারিনি।’
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রাত সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এটি মূল র্যাঙ্কিং তালিকায় কোনো পরিবর্তন আনবে না। এটি আসলে একটি ধরনের টাইপো (টাইপিং ভুল)। সংশোধন করে এখনই আপলোড করা হচ্ছে।’
আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ-১ ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৮, বি ইউনিটের বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ৮১ দশমিক ৬, মানবিকে ৮৫ ও বাণিজ্যে ৭৫। এ ছাড়া এ-২ আর্কিটেকচার বিভাগে ১৩০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ১০১ দশমিক ২০।
প্রসঙ্গত, চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এ বছর শাবিপ্রবি আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র র ফল ফল ইউন ট প রথম দশম ক
এছাড়াও পড়ুন:
‘বরবাদ’ দিয়ে আন্তর্জাতিক পরিসরে শাকিবের ‘এসকে ফিল্মস’
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করলো। বাংলাদেশের এই ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে।
বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুজ্জজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।
এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তার্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করছে। অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া-তে এসকে ফিল্মস ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তির পর ব্যাপক আলোচনায় রয়েছে ‘বরবাদ’। মুক্তির ১০দিন পেরিয়ে গেলেও এখনও দর্শকদের এ সিনেমা নিয়ে আগ্রহ করেমি। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন; হাউজফুল যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের ‘বরবাদ’ দেখে সেই উল্লাস আগ্রহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাঙালীদের। শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান দেখে মুগ্ধ হওয়া প্রবাসী দর্শকরা এখন বরবাদের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
এসকে ফিল্মস ইউএসএ-এর পক্ষে বদরুদ্দোজা সাগর বলেন, যুক্তরাষ্ট্র, কানাডার প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য অনেক আগ্রহী। এসকে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি ইন্টারন্যাশনালি রিলিজ করছে।
যেসব স্টেটে বাঙালী কমিউনিটি রয়েছে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে 'বরবাদ'। প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে 'বরবাদ' চলবে।
১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে ‘বরবাদ’ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। এবং ১৯ এপ্রিল কানাডার বাঙালী জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো এই তিন শহরে চলবে 'বরবাদ'।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।