কানাডায় শুরু হলো মার্কিন পণ্য বয়কট, কতটা ক্ষতি হবে মার্কিন কোম্পানির
Published: 10th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কানাডায়। কানাডাবাসীদের ক্ষোভের কারণে সে দেশে মার্কিন কোম্পানির ব্যবসা মার খাবে বলে আশঙ্কা।
কানাডার পণ্যে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ২ এপ্রিল পর্যন্ত সাময়িক স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইতিমধ্যে কানাডায় যুক্তরাষ্ট্রের অনেক পণ্য, বিশেষ করে বিভিন্ন ধরনের পানীয়ের বিক্রি বন্ধ হয়ে গেছে। খবর সিএনবিসির
আশঙ্কা করা হচ্ছে, কানাডার ক্রেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, মাংস ও গাড়ি। মার্কিন হোটেল ও বিমান পরিবহন কোম্পানিগুলোও চাপের মুখে পড়তে পারে। এর ফলে কানাডায় যুক্তরাষ্ট্রের বিলাসী পণ্যের বিক্রি মার খেতে পারে। বহুল পরিচিত ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কানাডার বিতরণ থেকে মার্কিন পণ্যের ব্র্যান্ডগুলো সরানোর সিদ্ধান্ত ‘বাই কানাডীয় সেন্টিমেন্ট বা কানাডার পণ্য কিনুন—এই অনুভূতির পালে হাওয়া দেবে।
জ্যাক ড্যানিয়েলসের মূল কোম্পানি ব্রাউন ফরম্যানের প্রধান নির্বাহী লসন হুইটিং জানিয়েছেন, কানাডার অনেক বিপণিবিতানের তাক থেকে এই হুইস্কি সরিয়ে নেওয়া হয়েছে। তিনি মনে করছেন, এই ঘটনা পাল্টা শুল্ক আরোপের চেয়ে বেশি খারাপ। সম্প্রতি তিনি বলেছেন, এটা বিক্রি একেবারে বন্ধ করে দেওয়া ২৫ শতাংশ শুল্কের প্রতিবাদে যা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।
জ্যাক ড্যানিয়েলসের মোট বিক্রির মাত্র ১ শতাংশ হয় কানাডায়। তাই এই প্রতিক্রিয়া সামলে নেওয়া যাবে বলে জানিয়েও হুইটিং বলছেন, ‘কানাডার কিছু ক্রেতা জ্যাক ড্যানিয়েলসের বোতল কিনতে পারবেন না। কানাডায় জ্যাক ড্যানিয়েলস বড় ও জনপ্রিয় ব্র্যান্ড। তাই দেখতে হবে, এটা কীভাবে ও কত দিন চলে। ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্পও কানাডার গ্রাহকদের প্রত্যাঘাত নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।
ওয়াইন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সিইও রবার্ট পি কচ বলেন, মার্কিন ওয়াইনের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে কানাডা। কানাডায় বছরে ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলারের বেশি খুচরা ওয়াইন বিক্রি হয়। শুল্ক ও শুল্কের হুমকি এমন কঠিন সময়ে এসেছে, যখন এই শিল্প নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন।
পরামর্শক সংস্থা কিয়ার্নির জ্যেষ্ঠ অংশীদার গ্রেগ পর্টেল জানিয়েছেন, কানাডার পণ্য বয়কট অন্যান্য মার্কিন কোম্পানিও চিন্তিত। তিনি বলেন, ‘উদ্ভূত বাণিজ্যযুদ্ধের পরিস্থিতিতে মার্কিন কোম্পানিগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অস্বস্তি তৈরি করছে। বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি বন্ধ হয়ে যাওয়াটা কখনোই ভালো নয়। আর তা যদি সংশ্লিষ্ট কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে অন্য কারণে হয়, তা আরও সমস্যার।
তথ্যানুসারে, কানাডার মোট ভোগ্যপণ্য আমদানির একটা বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে এলেও বেশির ভাগ মার্কিন কোম্পানির মোট রপ্তানিতে কানাডার অংশীদারি তেমন একটা নয়। এখন কানাডার মানুষ রেগে গিয়ে কোলগেট টুথপেস্ট বয়কট করলে গ্রিন বেভারের মতো কানাডীয় ব্র্যান্ড লাভবান হবে। তবে কোলগেট-পালমোলিভেরর মোট ব্যবসার মাত্র ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রসহ গোটা উত্তর আমেরিকা থেকে আসে। তাই কোনো একটি দেশে বয়কটের ডাক দেওয়া হলে যুক্তরাষ্ট্রের বড় ভোগ্যপণ্য কোম্পানিগুলোর ব্যবসায় খুব একটা প্রভাব পড়ার কথা নয়।
তবে অনেক দেশ একযোগে মার্কিন পণ্য বয়কটের রাস্তায় হাঁটলে বা শুল্ক বাড়ালে মার্কিন কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ য ক ড য ন য় লস ব যবস
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক গ্রীণ ইউনিভার্সিটির
ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে রূপগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন থেকে ইসরাইলের পণ্য বয়কটের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক ও শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও আজ ইসরাইলিরা নির্বিচারে গুলি করে হত্যা করছে।
আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়।
এ সময় তিনি নিহত প্রত্যেক ফিলিস্তিনির রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে সবাইকে দোয়ার করার আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতার চরম মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত- এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা।
পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করা। মানববন্ধন শেষে জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।