১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ) মুক্তি পাবে ‘আমলনামা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চরকি। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি বানিয়েছেন রায়হান রাফী। ৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে ২ মিনিটের ট্রেলারটি নিয়ে। প্রথম ২৪ ঘণ্টায় ১৪ লাখের বেশি ভিউ হয়েছে।
ট্রেলারে ক্যাপশনে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছেন, ‘সাদাপোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনো ফিরবে?’ ভিডিওতে কিছু সংলাপ শোনা যায়, ‘মধ্যরাতে সাদাপোশাকে যাদের নিয়ে যায় ধরে, তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’ ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন, ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু।’

কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেওয়া হয়েছে লাইন দুটি। শেষে পুরুষ কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে।’

‘আমলনামা’র পোস্টার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬ মুঠোফোন মালিকদের ফিরিয়ে দিল ডিএমপি

হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোন হারানো, চুরি ও ছিনতাই হওয়ার বিভিন্ন ঘটনায় সংশ্লিষ্ট মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে ২৮টি মুঠোফোন উদ্ধার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময় হাজারীবাগ থানার পুলিশ হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া ৭৮টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেয়।

হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মুঠোফোন ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণও হয়ে পড়েন।

সম্পর্কিত নিবন্ধ