টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে ‘পাগলের আশ্রম’ চালু করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী মারইয়াম মুকাদ্দাসকে (মিষ্টি) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে আকুরটাকুর হাউজিং এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গতকাল রাতে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। এতে আসামি হিসেবে মারইয়াম মুকাদ্দাসের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর সহযোগী অজ্ঞাতনামা আরও আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার মারিয়ামের স্বামীর নাম শাহ আলমাস, বাবার নাম মাজাহারুল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি বাসাইল উপজেলার যশিহাটী গ্রামে।

মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, ৮ মার্চ বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়া ছোট কালীবাড়ি সড়কে জোয়াহেরুল ইসলামের পাঁচতলা ভবনের কেঁচিগেটের ছয়টি তালা ভেঙে মারইয়াম মুকাদ্দাস অজ্ঞতনামা আরও আট থেকে নয়জনকে সঙ্গে নিয়ে ভবনে ঢোকেন। তাঁরা ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এ ছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করেন। পূর্বপরিকল্পিতভাবে তাঁরা ১৭ জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাদী (রওশন আরা খান) বাসায় গিয়ে মারইয়াম মুকাদ্দাসকে ঘটনার বিষয় জিজ্ঞাসা করেন। এ সময় মারিয়াম ক্ষিপ্ত হয়ে রওশন আরাকে বলেন, এ বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আগামী সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুনটাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করে ‘পাগলের আশ্রম’ চালু০৮ মার্চ ২০২৫

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ গতকাল রাত সোয়া একটায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মারিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হবে। মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মারইয়াম মুকাদ্দাসের নেতৃত্বে গত ৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। তিনি আওয়ামী লীগ নেতাদের বাড়ি দখল করে বৃদ্ধাশ্রম, পাগলদের আশ্রম, পশু আশ্রয়কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।

আরও পড়ুনটাঙ্গাইলে দখলমুক্ত করা হলো সাবেক এমপির বাসা২২ ঘণ্টা আগে

গত শনিবার জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষদের ওঠানো হয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে ১৭ জন ছিন্নমূল মানুষকে উদ্ধার করে দখল হওয়া বাড়িটি খালি করা হয়। শনিবার রাত দুইটার দিকে মুচলেকা নিয়ে মারিয়ামকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সমাজসেবা বিভাগের মাধ্যমে ময়মনসিংহের ধলা ও গাজীপুরের কাশিমপুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ য় হ র ল ইসল ম র ম রইয় ম ম ক দ দ স

এছাড়াও পড়ুন:

উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা চারে দাঁড়িয়েছে।

নিহত ব্যক্তির নাম রওশন আরা (৩৮)। তাঁর স্বামী মো. শাহজাহান প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এর আগে একই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা আল মামুন (৪৫), তাঁর বোন শাহিনা বেগম ( ৩৮) ও চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬)। নিহত রওশন আরা আবদুল মান্নানের বোন।

পুলিশ জানায়, পশ্চিম কুতুপালং এলাকায় ভিটাবাড়ি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ভিটায় পাকা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে গত রোববার সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। ওই দিনই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হন। আহত হন আরও চারজন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র দা ও ছুরি ব্যবহার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু