টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব সেতু থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।’’

আরো পড়ুন:

বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা/কাওসার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বনানী সড়কের অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকরা

সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান তারা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সমকালকে বলেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত নিবন্ধ