সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খলিফা বিশ্ববিদ্যালয়। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি আবুধাবিতে অবস্থিত বিজ্ঞানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে বৃত্তি। পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টির এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ পাবেন। এ ছাড়া আবাসন খরচ, বিমানে যাতায়াতের খরচসহ নানা সুযোগ-সুবিধাও আছে।

বিদেশি ও দেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি আছে। সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ আছে খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিতে। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। খলিফা বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য গ্রেট স্কলারশিপ, আবেদন যেভাবে০২ ডিসেম্বর ২০২৩আবেদনের যোগ্যতা-

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকতে হবে

একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬ দশমিক ৫

স্যাট-এ স্কোর ১৫৫০

টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১

স্টেটমেন্ট অব পারপাস-এসওপি (৫০০ থেকে ১০০০ শব্দ)

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে

রেফারেন্স লেটার দুটি

ইংরেজি ভাষা দক্ষতার সনদ

রিকমেন্ডেশন লেটার

পিএইচডিরর জন্য গবেষণাকর্ম থাকতে হবে।

খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আবেদনে ৫০০ থেকে ১০০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস-এসওপি লিখতে হবে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা

বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।

কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে

*মাসে মাসে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে

পিএইচডিতে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

*মাসে মাসে মিলবে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ

*ল্যাপটপ সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

দরকারি কাগজপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

*রেফারেন্স লেটার

*ক্ষেত্র–সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন

*তিনটি প্রবন্ধ থাকতে হবে

*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ

*পারিবারিক আয়ের প্রমাণপত্র

*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)

আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫আবেদনের পদ্ধতি—

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

১৫ মে ২০২৫

আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের পর বিক্রি বেড়েছে প্রযুক্তিপণ্যের বাজারে, দামও অপরিবর্তিত রয়েছে
  • তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা