চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই এখন সবচেয়ে সফল দল
Published: 10th, March 2025 GMT
‘বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পেরে ওঠে না ভারত’—এই রোববারের আগে এটাই ছিল সত্যি। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়েই নিজেদের ইতিহাসের দুটি বৈশ্বিক শিরোপা জয় করা কিউইয়ের সুযোগ ছিল তিনে তিন করার। কিন্তু নিউজিল্যান্ডকে তিনে তিন করতে না দিয়ে দুবাইয়ে রোববারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা জিতে উল্টো ‘তিন’ পেয়ে গেল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। তাতে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও হয়ে গেল তারা। দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রেকর্ডটা নিজেদের করে নিল ভারতীয়রা।
ভারত প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে। বৃষ্টির কারণে পরপর দুই দিন ফাইনাল ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে চ্যাম্পিয়নের ট্রফিটা ভাগাভাগি করে ভারত। ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ২০১৩ সালে। এবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁয়ে ফেলে দলটি। অস্ট্রেলিয়া এর আগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল।
১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
মোহনলালের ঝড় তোলা এই ছবিতে কী আছে
গত শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যেই দর্শক-সমালোচকের মন জয় করে নিয়েছে তরুণ মূর্তির সিনেমা ‘টুডারাম’। দর্শকদের কেউ কেউ এটিকে আবার তুলনা করছেন ‘দৃশ্যম’-এর সঙ্গে। কিন্তু কী আছে বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমায়?
তরুণ মূর্তি ক্রাইম-থ্রিলার, ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমা ভালো বানান। আগের দুই সিনেমা ‘অপারেশন জাভা’ ও ‘সৌদি ভেল্লাক্কা’ সেটার প্রমাণ। তিন বছর পর ‘টুডারাম’ দিয়ে আবারও নিজের ছাপ রাখলেন এই দক্ষিণি নির্মাতা।
মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৬৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩১ কোটি ৩৫ লাখ রুপি। মনে করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে সিনেমাটি।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল, শোভানা, প্রকাশ ভার্মা, ফাহাদ ফাসিল।