খালে অবৈধ স্থাপনা নির্মাণ বর্ষায় বিপর্যয়ের শঙ্কা
Published: 9th, March 2025 GMT
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজারসংলগ্ন খালের পানি প্রবাহের পথ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদার কাজ চালিয়ে যাচ্ছে। দখলের কারণে বর্ষায় সেখানকার সেতুটির ক্ষতি হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি জলাবদ্ধতার কবলে পড়তে পারে।
বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা প্রতিবছর বর্ষার সময় পানি বাড়লে বিপাকে পড়ি। এবার যদি এই দখলদারি না সরানো হয়, তাহলে পুরো বাজারই প্লাবিত হতে পারে।’
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, যদি দ্রুত দখল উচ্ছেদ না করা হয়, তবে বর্ষায় সমস্যায় পড়তে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে, যেন বর্ষা মৌসুমে কোনো বিপর্যয় সৃষ্টি না হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল ভর ট
এছাড়াও পড়ুন:
খালে অবৈধ স্থাপনা নির্মাণ বর্ষায় বিপর্যয়ের শঙ্কা
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজারসংলগ্ন খালের পানি প্রবাহের পথ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদার কাজ চালিয়ে যাচ্ছে। দখলের কারণে বর্ষায় সেখানকার সেতুটির ক্ষতি হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি জলাবদ্ধতার কবলে পড়তে পারে।
বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা প্রতিবছর বর্ষার সময় পানি বাড়লে বিপাকে পড়ি। এবার যদি এই দখলদারি না সরানো হয়, তাহলে পুরো বাজারই প্লাবিত হতে পারে।’
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, যদি দ্রুত দখল উচ্ছেদ না করা হয়, তবে বর্ষায় সমস্যায় পড়তে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে, যেন বর্ষা মৌসুমে কোনো বিপর্যয় সৃষ্টি না হয়।