দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে অন্য ঘটনার সঙ্গে নারীর ওপর অভিঘাত বেশি হয়। নির্যাতন, হামলা ও ধর্ষণের ঘটনা বাড়ে। আদতে গণঅভ্যুত্থানের পর সমাজে কোনো পরিবর্তন আসেনি। এর মানে এটা না, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের 
চেয়েও পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। তবে কয়েক দিনের ঘটনায় সরকারের পক্ষ থেকে নির্যাতকের পক্ষে সাফাই গাওয়ায় অনেক বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষত নারীরা অনেক বেশি ক্ষুদ্ধ হয়েছেন। 
লালমাটিয়ায় ভুক্তভোগী নারীর ওপর হামলা হয়েছে, যা ফৌজদারি অপরাধ। কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকে এ ঘটনায় হামলাকারীদের তো আইনের আওতায় নেওয়াই হয়নি বরং সরকারের পক্ষ থেকে হামলাকারীদের মুরব্বি বলে তাদের পক্ষালম্বন করা হয়েছে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনের ঘটনায় এ রকম একটা পরিস্থিতি তৈরি করা হলো, নির্যাতনের পক্ষে একটা গোষ্ঠী সারারাত থানার সামনে অবস্থান করল। স্বীকৃত নির্যাতকের মুক্তির দাবি জানানো হলো। সর্বশেষ সরকার এ রকম একটা অপরাধীকে এক দিনের মাথায় জামিন দিতে বাধ্য হলো। পরে সেই অপরাধীকে নির্ধারিত গোষ্ঠীটি বীরের বেশে বরণ করে নিল। একজন অপরাধীকে যদি বীর হিসেবে দেখানো হয়, তবে অন্যরাও একই অপরাধ করতে অনুপ্রাণিত হবে। আর বাদী নিরাপত্তাহীন হয়ে ভাববে, সে মামলা চালাবে কিনা? 
এই পরিস্থিতিতে নারীরা দেখতে পেল সমাজ ও রাষ্ট্রে ধর্ষণ আর হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার পরও সরকার ও বিভিন্ন গোষ্ঠী নারীর বিপক্ষে অবস্থান নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে না তারা। গত শনিবার পর্যন্ত কোনো রাজনৈতিক দল এসব নিয়ে কথা বলেনি। আর আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনাটি নারীদের মধ্যে ক্ষোভের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। তারা তাদের আত্মসম্মান ও অধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে। তাই শনিবার আন্তর্জাতিক নারী দিবসটি কেটেছে অত্যন্ত বেদনার মধ্যে। এর চেয়ে আরও বেদনাদায়ক হচ্ছে, আমাদের 
সমাজে নির্যাতনের শিকার একজন নারীকে যেভাবে উপস্থাপন করা হয়। আমাদের মূলধারার গণমাধ্যম এসব বিষয়ে সতর্ক থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের শিকার নারীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ 
করা হচ্ছে। এসব বিষয়ে আমরা একবারও খেয়াল করছি না, মেয়েটা যদি বেঁচে যায় তাহলে সে কি সমাজে যেতে পারবে? তার পরিবার সমাজে কীভাবে চলবে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশে বিধিনিষেধ আছে। কিন্তু এই আইন মানছে না কেউ। নির্যাতনের শিকার নারীর পরিচয় প্রকাশের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। 
সাম্প্রতিক সময়ের ঘটনায় নারী নির্যাতনকারীকে জনসমক্ষে বিচারের মুখোমুখি করার দাবি আবার উঠেছে। এটা আরও ভয়াবহ। শাস্তি যত কঠোর, মামলায় জেতার সম্ভাবনা তত কম। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে ভিকটিমকে বাঁচতে দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন নারী নির্যাতনকে ঘিরে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে। তবে প্রতিটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনার বিচার করতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর স থ ত সরক র র অপর ধ ক র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান বিশিষ্টজনদের

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনী ও তাদের দোসরদের ন্যায়বিচার নিশ্চিত এবং ভিক্টিমদের মানসিক ক্ষত থেকে সারিয়ে তুলতে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) গঠনের আহ্বান জানিয়েছে বিশিষ্টজনরা।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এন্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এবং বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ যৌথভাবে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) বিরোধ-পরবর্তী বাংলাদেশ: একটি ভিকটিম-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তারা এই আহ্বান করেন।

রবিবার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থিত ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ

ধর্ষক ও নারী নিপীড়কদের শাস্তির দাবিতে ঢাবিতে লাঠি মিছিল

সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতসুসি আরা, ফটোগ্রাফার ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম, জাতিসংঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটর বাংলাদেশ অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতসুসি আরা। তিনি সুদীর্ঘ সময় নেপাল, ভারত এবং পাকিস্তানে কাজ করেছেন। তিনি ট্রুথ এবং হিলিং সংক্রান্ত ধারণাগুলোর ব্যাখ্যা প্রদান করেন এবং এ কমিশনের জন্য অভিজ্ঞতালব্ধ পরামর্শ প্রদান করেন।

এক্টিভিস্ট শহিদুল আলম বলেন, “ভিক্টিমরা ন্যায়বিচার চায়। যার জন্য প্রয়োজন জাতীয় ডায়ালগ এবং এদের গল্পগুলো তুলে আনার জন্য প্রয়োজন নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা।”

জাতিসংঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটর বাংলাদেশ অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান জুলাই অভ্যুত্থানে সরকারের একটা অংশেরই কেবল পরিবর্তন হয়েছে উল্লেখ করে বলেন, “পুলিশ, বিচার বিভাগসহ অধিকাংশ জায়গায় পূর্ববর্তী লোকদের উপস্থিতিতে কিভাবে ভিক্টিমদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই অঞ্চলের নির্যাতনের ইতিহাস কেবল ১৬ বছরের নয়, বরং দক্ষিণ এশিয়ার সুদীর্ঘ সময়ের এমন নিভৃত অনেক রাজনৈতিক, ঐতিহাসিক নির্যাতন রয়েছে।”

এ গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বিশিষ্ট নেতা, অ্যাক্টিভিস্ট আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে তার লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেন।

এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান তালুকদার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিনিয়র গবেষক খন্দকার রাকীব, সাংবাদিক সাকিব সরকার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ওমর নাসিফ আব্দুল্লাহ ও জাহিদুল ইসলাম মিয়াজি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার রাকিব, ওমর নাফিস আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম মিয়াজী, বিইউপির শিক্ষক আতাউর রহমান অপূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) এর উপর আইআইএলডি এর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীনের প্রস্তাবনায় একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়। কমিটির সদস্যগণ হলেন মুহাম্মদ আসাদুল্লাহ, হুমা খান, সাইফুদ্দিন আহমেদ, আতাউর রহমান তালুকদার, আলী আহসান জুনায়েদ, সাকীব সরকার, হারুন ওর রশীদ, তাজরিয়ান আকরাম, নওশিন শর্মিলা রিতু, শফিউল আলম শাহীন এবং রাজীব মন্ডল।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান বিশিষ্টজনদের
  • নতুন রাজনৈতিক দলের কাছে তরুণদের প্রত্যাশা
  • আশা করি আমরা এই নির্বাচনে জিতব: এএফপিকে নাহিদ
  • ‘চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর বীরত্ব অসামান্য’
  • ‌‘জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ
  • জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ
  • গণঅভ্যুত্থানে আহত আরো ১২৪২ জনের তালিকা প্রকাশ