ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর। আজ রোববার (০৯ মার্চ, ২০২৫) রাতে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

ভারতের শিরোপা জয়ের ক্ষেত্রে ফাইনালে দারুণ ভূমিকা পালন করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। তাতে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তিনি টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে রান করেন ২৬৩টি। পাশাপাশি উইকেট নেন ৩টি। তাতে সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত

যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে রোহিত বলেছেন, ‘‘এটা দারুণ অনুভূতি। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফল আমাদের পক্ষে আসায় আনন্দটা আরও বেড়ে গেছে।’’  

নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘‘আক্রমণাত্মক খেলার ধরণ আমার স্বাভাবিক নয়, কিন্তু এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। যখন কিছু ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন থাকা খুব জরুরি। আমি আগে রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। এত বছর ধরে আমি ভিন্নভাবে খেলেছি, আর এখন এই নতুন ধরনে ভালো ফল আসছে।’’  

দুবাইর উইকেট ও নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, ‘‘পিচের স্বাভাবিক বৈশিষ্ট্য বুঝতে হয়, আর আমি শুরুতে প্রথম পাঁচ-ছয় ওভার কিভাবে খেলতে চাই, সে ব্যাপারে একদম পরিষ্কার ছিলাম। আগে কখনো কখনো আউটও হয়েছি, তবে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করাটাই মূল বিষয়। ব্যাটিং লাইনআপের গভীরতা আমাকে স্বাধীনতা দেয়, যা আমার জন্য সহায়ক।’’

ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে রাচিন বলেছেন, ‘‘এটা অবশ্যই মিশ্র অনুভূতি। ফাইনালটা ছিল দারুণ। ব্যক্তিগত স্বীকৃতি পাওয়া ভালো লাগে, তবে দলের হয়ে খেলা আরও বড় ব্যাপার।’’

আইসিসি টুর্নামেন্টে এত ভালো খেলার পেছনের রহস্য জানিয়ে সিরিজ সেরা এই অলরাউন্ডার বলেন, ‘‘সম্ভবত ভালো পিচে খেলার সুযোগ পাই। টুর্নামেন্ট ক্রিকেট খেলতে ভালো লাগে। কারণ, এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমার অতীত পারফরম্যান্স নিয়ে গর্বিত। অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যদি ট্রফি জেতা যেত, তাহলে সবকিছু আরও সুন্দর হতো, কিন্তু ক্রিকেট আসলেই নির্মম খেলা।’’

‘‘দলের প্রতিটি সদস্যের ভূমিকা থাকে। এখানে কেউ অভিজ্ঞ বা নতুন বলে আলাদা নয়। আমরা সবাই একসঙ্গে খেলি, দল হিসেবেই এগিয়ে যাই।’’ যোগ করেন তিনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, টিউশন ফি–জীবনযাত্রার খরচসহ মিলবে নানা সুবিধা

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য হলো যুক্তরাজ্য। বিদেশি শিক্ষার্থীরা যে যে দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্য অন্যতম যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য দেয় নানা স্কলারশিপ। এমন স্কলারশিপে মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’। অনলাইনে আবেদন করা যাবে।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন শিক্ষার্থীরা। তবে মেডিসিন, ডেনটিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ নেই। ‘থিঙ্ক বিগ স্কলারশিপে’ স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর। ‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য অনুদান দেওয়া হয়।

আরও পড়ুনকানাডায় পড়াশোনা: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে টিউশন ফি-চাকরিসহ যেসব খাতে০৫ মার্চ ২০২৫সুযোগ-সুবিধা—

স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড দেবে

এ অর্থ শুধু টিউশন ফি’র জন্য ব্যবহার করা যাবে

জীবনযাত্রার খরচের জন্য ৩ হাজার পাউন্ড মিলবে

আবেদনের যোগ্যতা—

স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে

একাডেমিক ফলাফল ভালো হতে হবে

টিউশন ফি’র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না

ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

*আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৫, যুক্তরাজ্যর সময় সকাল ১০টা

আরও পড়ুনথাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন ০৬ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১০ মার্চ ২০২৫)
  • একঝলক (৯ মার্চ ২০২৫)
  • ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা
  • আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন
  • এইচএসসির ফরম পূরণ চলছে, শেষ ১০ মার্চ
  • যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, টিউশন ফি–জীবনযাত্রার খরচসহ মিলবে নানা সুবিধা
  • আজ টিভিতে যা দেখবেন (৯ মার্চ ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ মার্চ ২০২৫)
  • সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা