এবার নজরুল ইসলাম মজুমদারের যুক্তরাজ্যে থাকা ৫৯৮ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
Published: 9th, March 2025 GMT
এবার নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে থাকা সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাজ্যে থাকা এসব সম্পদের মূল্য ৫৯৮ কোটি টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, বিপুল অর্থের মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকত্ব নেন ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া নজরুল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে বিনিয়োগ করেছেন। বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়া তাঁরা যুক্তরাজ্যের পাসপোর্ট গ্রহণ করেছেন। তাঁরা অবৈধ উপায়ে দেশ থেকে অর্থ পাচার করেছেন। বিদেশে তাঁদের একাধিক ব্যাংক হিসাব পাওয়া গেছে।
দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে থাকা নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম, তাঁর ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও অনিকা ইসলামের নামে বিদেশে থাকা স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে ৬ মার্চ নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি ৫৫ কোম্পানির ৫৬ কোটি ৬ লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে দুদকের মামলায় বলা হয়, নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট তাঁর ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়। ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তাঁর স্ত্রী নাদিরা মাহমুদের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, নূরুল মজিদের বিরুদ্ধে ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। তাঁর ১৩টি ব্যাংক হিসাবে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আর নূরুল মজিদের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে করা মামলায় ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ সেপ্টেম্বর র্যাব সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করার তথ্য জানায়। র্যাব জানিয়েছিল, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।
আরও পড়ুনসাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার২৫ সেপ্টেম্বর ২০২৪