বিশেষ পরিস্থিতিতে দেশে ইন্টারনেট বন্ধ করা ঠেকাতে একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার জাতীয় প্রেস ক্লাবে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফয়েজ জানান, স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে স্টারলিংকের সঙ্গে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান কাজ করছে। তিনি বলেন, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। এ সফরের অংশ হিসেবে স্টারলিংকের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে চুক্তি হয়েছে। স্টারলিংক টিম ইতোমধ্যে কিছু জায়গাও চিহ্নিত করেছে, যার মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনাধীন।

তিনি আরও বলেন, স্টারলিংক শহর, প্রান্তিক অঞ্চল, উপকূলীয় এলাকাসহ লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। ফয়েজ বলেন, দেশের মোবাইল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলোর (আইএসপি) সেবার মান আরও ভালো না হলে প্রিমিয়াম গ্রাহকরা স্টারলিংকে শিফট করবে। এজন্য দেশীয় কোম্পানিগুলোর সেবার মান বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন। তিনি বলেন, ভয়েস কল ও ইন্টারনেটের দাম কমানো, ডেটার মেয়াদ বিলুপ্ত করা এবং সরকার যেন অযৌক্তিক কারণে ইন্টারনেট বন্ধ করতে না পারে– এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।

গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন, স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড.

মোহাম্মদ ইমাদুর রহমান প্রমুখ। 


 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো, পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মাঝেই এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার রুটিন প্রকাশ করে পিএসসি।

৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলা (০০১) (‘কারিগরি/পেশাগত’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

১২ মে ২০২৫, সোমবার, বাংলা (০০২) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

১৩ মে ২০২৫, মঙ্গলবার, ইংরেজি (০০৩) (সব প্রার্থীর জন্য)

১৪ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ বিষয়াবলি (০০৫) (সব প্রার্থীর জন্য)

১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) (সব প্রার্থীর জন্য )

১৮ মে ২০২৫, রোববার, গাণিতিক যুক্তি (০০৮) (সব প্রার্থীর জন্য) এবং মানসিক দক্ষতা (০০৯) (সব প্রার্থীর জন্য)

আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৬ ঘণ্টা আগে

১৯ মে ২০২৫, সোমবার, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য) পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার রুটিন দেখুন এখানে

আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৫৫ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ