পাকিস্তানে জঙ্গি হামলায় চার সেনা নিহত
Published: 9th, March 2025 GMT
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলায় চারজন আধা সামরিক সেনা নিহত হয়েছেন।
রোববার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় আফগানিস্তান সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা হয়।
পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা জানান, ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা চৌকিতে হামলা চালালে চারজন সেনা নিহত এবং আরও সাতজন আহত হন।
এর আগে গত সপ্তাহে বান্নু জেলায় সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনা নিহত হন। ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের পর থেকে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে জঙ্গি হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এএফপি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি
কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।
মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।
রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।
টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।
আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।