পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলায় চারজন আধা সামরিক সেনা নিহত হয়েছেন। 

রোববার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় আফগানিস্তান সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা হয়। 

পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা জানান, ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা চৌকিতে হামলা চালালে চারজন সেনা নিহত এবং আরও সাতজন আহত হন। 

এর আগে গত সপ্তাহে বান্নু জেলায় সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনা নিহত হন। ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের পর থেকে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে জঙ্গি হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এএফপি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

প্রায় ৫ মাস পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রকাশ চিন্ময় প্রভূ।  

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। 

চিন্ময়ের আইনজীবি অপূর্ব কুমার ভট্টাচার্য জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

হাইকোর্টের রুল: মেঘনা আলমকে কেন মুক্তি নয়

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

আদালত সূত্র জানায়, জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দেন। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

বিষয়টি একই বেঞ্চে গত ১৯ মার্চের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) ওঠে। আজ বুধবার এই রুলের শুনানি অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ