কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার ৪০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা করেন নিহত তৌহিদুলের স্ত্রী ইয়াছমিন নাহার। মামলায় বেসামরিক ছয়জনকে আসামি করা হয়েছিল, যাঁদের সঙ্গে যুবদল নেতার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

কোতোয়ালি মডেল থানায় করা মামলাটিতে অজ্ঞাতনামা হিসেবে ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছিল। যাঁরা সিভিল পোশাকধারী ও সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছিল। এদিকে ঘটনার ৪০ দিন পেরোলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাঁদের ভাষ্য, থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। তবে পুলিশের দাবি, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

রোববার দুপুরে তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে বাড়ি থেকে তুলে নেওয়ার পর যৌথ বাহিনীর নির্যাতনে হত্যা করা হয়। এ ঘটনার নেপথ্যে যাঁরা ছিলেন, তাঁদের কেউই গ্রেপ্তার হননি। থানায় মামলা হয়েছে প্রায় ৩৫ দিন হলো। কিন্তু এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার তো দূরের কথা, পুলিশ ঘটনাস্থলেই যায়নি। আমরা শুরুতে বিচার পাওয়ার যে সম্ভাবনা দেখেছিলাম, এখন তা পুরোপুরি অন্ধকারে। সেনাবাহিনী বলেছিল, আমাদের পরিবারের পাশে থাকবে। তাদের কথা অনুযায়ী আমাদের পরিবারের খোঁজখবর নিচ্ছে। তবে বিচার পাওয়া নিয়ে কোনো কথাই বলছে না। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত ৩১ জানুয়ারি তৌহিদুলের বাবা মোখলেছুর রহমানের কুলখানি অনুষ্ঠান ছিল। আয়োজন চলাকালে ৩০ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে তৌহিদুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান সেনাসদস্যরা। পরদিন দুপুরে পরিবারের সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন, তৌহিদুলের নিথর দেহ পড়ে আছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল।

তৌহিদুলের স্ত্রী ও মামলার বাদী ইয়াছমিন নাহার প্রথম আলোকে বলেন, ঘটনার পর সেনাবাহিনীর আশ্বাসে সন্তুষ্ট হয়ে ঘটনার নেপথ্যে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। তাঁরাই ঘটনার মূল হোতা। তাঁরাই সেনাবাহিনীকে দিয়ে তাঁর স্বামীকে হত্যা করিয়েছেন। কিন্তু ভাবতে অবাক লাগে, থানায় মামলা হওয়ার এত দিন পরও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় পুলিশের কোনো তৎপরতা তাঁরা দেখতে পাননি। পুলিশ চাইলে আরও আগেই আসামিরা গ্রেপ্তার হতেন। তাঁরা মামলায় সেনাবাহিনীর কাউকে সরাসরি আসামি করেননি, তবে তাঁরা দেখতে চাই, জড়িত সেনাদের কতটা কঠোর বিচার করে সেনাবাহিনী।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন আদর্শ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম, ইটাল্লা গ্রামের ফজলুর রহমানের ছেলে তানজিল উদ্দিন, মোক্তল হোসেনের ছেলে নাজমুল হাসান, খায়রুল হাসান ও সাইদুল হাসান এবং বামইল গ্রামের পেয়ার আহমেদের ছেলে সোহেল। তাঁদের মধ্যে ফজলুর রহমান ও মোক্তল হোসেন মামলার কয়েক দিন পর সংবাদ সম্মেলন করে তাঁদের সন্তানদের নির্দোষ দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শুরুতে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপপরিদর্শক রাকিবুল ইসলামকে। সম্প্রতি তিনি বদলি হয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন আরেকজন উপপরিদর্শক। পুলিশ মামলাটি ভালোভাবে তদন্ত করছে।

পুলিশের তৎপরতা না থাকার কথা সঠিক নয় বলে দাবি করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মহিনুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্নভাবে ফাঁদ পেতে রেখেছি। আসামিরা এলাকা থেকে ঘটনার পরপরই পালিয়ে যান। ইতিমধ্যে তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আমাদের চেষ্টা ও অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর পর ব র র র রহম ন ল ইসল ম তদন ত ঘটন র

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে মহাসড়কে অটোরিকশার বিরুদ্ধে বিআরটিএ পুলিশের তৎপরতা 

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার দাপট ও যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এ ছাড়া জেলা ট্রাফিক পুলিশের পক্ষেও মহাসড়কে জরিমানা করা হয়েছে। সোমবার দৈনিক সমকালে ‘কমছে না অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। 

রহমতপুর বাইপাসে বিআরটিএ পরিচালিত অভিযানে ছয়টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি। 

তিনি সমকালকে জানান, মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চলছে। এগুলোর বেশির ভাগেরই রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেই। এ ছাড়া ফিটনেসবিহীন অনেক লোকাল বাস ঢাকা থেকে দূরপাল্লায় যাত্রী পরিবহন করছে। তারা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে সিএনজিচালিত অটোরিকশা, মিনিবাস সার্ভিসসহ বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়ার তালিকা প্রদর্শনে অবহেলা,  রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ অন্যান্য অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। 
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবু নাঈম জানান, এখন পর্যন্ত ময়মনসিংহ বিআরটিএ থেকে প্রায় ছয় হাজার সিএনজিচালিত অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র বলছে, মহাসড়কে চলা সিএনজি অটোরিকশার সংখ্যা বাস্তবে কয়েক গুণ বেশি।

জরিমানার শিকার এক অটোরিকশাচালক জানান, ঈদ উপলক্ষে যাত্রীচাপ থাকায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জরিমানার কারণে আর বাড়তি ভাড়া আদায় করা হবে না বলে জানান তিনি।

এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশার দাপট ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় জোরালো অভিযান চালিয়েছে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৪টি মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইন অমান্য করায় আটক করা হয়েছে একাধিক যানবাহন। 

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মো. জহির জানান, সিএনজি অটোরিকশাগুলো মহাসড়কের গলার কাঁটা হয়ে আছে। এগুলো বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলায় দুর্ঘটনা বাড়ছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে মহাসড়কে অটোরিকশার বিরুদ্ধে বিআরটিএ পুলিশের তৎপরতা