প্রধান উপদেষ্টা ড. ইউনূস কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগ এবং আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার ঢাকায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।

কুয়েতি রাষ্ট্রদূতের উদ্দেশে ড.

ইউনূস বলেন, ‘বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।’

হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এ সময় দু’জন বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর গুরুত্ব আরোপ করে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুয়েতকে এসইজেডে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. ইউনূস কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগ এবং আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার ঢাকায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।

কুয়েতি রাষ্ট্রদূতের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।’

হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এ সময় দু’জন বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর গুরুত্ব আরোপ করে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত নিবন্ধ