দালালির অভিযোগে নারায়ণগঞ্জ হাসপাতালে বৈষম্যবিরোধীদের সংগঠকসহ দুজন আটক, ইয়াবা উদ্ধার
Published: 9th, March 2025 GMT
নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা বড়ি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার দুপুরে এ অভিযান চালায় যৌথ বাহিনী।
আটক দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মো.
হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে মো. জিদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরিচয়ে হুমকি দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রোববার দুপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে হাসপাতালের ভেতর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মো. জিদান ও দালাল ইকবালকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা উদ্ধার করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার প্রথম আলোকে বলেন, জিদান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরিচয় দেন। তিনি হাসপাতালে বিভিন্ন রোগী নিয়ে এসে নানাভাবে সুবিধা আদায়ের চেষ্টা করতেন। দালালদের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা হয়রানির শিকার হন। প্রশাসন ব্যবস্থা নেওয়ায় দালালের উৎপাত কিছুটা কমবে বলে আশা করছেন তিনি।
এদিকে এ ঘটনার পর বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান ও সদস্যসচিব মোহাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সদর থানা কমিটির সংগঠক মো. জিদানকে স্থায়ী বহিষ্কার করা হলো। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না। জেলায় দায়িত্বরত সব পর্যায়ের ব্যক্তিদের তাঁর সঙ্গে সাংগঠনিক সর্ম্পক না রাখার নির্দেশনা দেওয়া হলো।
বিষয়টি নিশ্চিত করে নিরব রায়হান প্রথম আলোকে বলেন, জিদান নারায়ণগঞ্জ সদর থানা প্রতিনিধি হিসেবে জেলা কমিটিতে ছিলেন। আটকের বিষয়টি জানতে পেরে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ প্রথম আলোকে বলে, সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি দিয়ে সুবিধা আদায় করতেন জিদান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। তাঁদের কাছ থেকে ছুরি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র স গঠক কম ট র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”
তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”
ঢাকা/অনিক/মাসুদ