কক্সবাজারের টেকনাফ থেকে সাতদিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ রিদুয়ান (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রিদুয়ানকে অপহরণ করে হত্যা করেছে।

রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা সংলগ্ন পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

আরো পড়ুন:

ট্যাপ থেকে বের হচ্ছিল রক্তযুক্ত পানি, ট্যাংকে পাওয়া গেল লাশ

ঘরে বৌ-শ্যালিকার লাশ, যুবক লাপাত্তা

নিহতের ভাই ফিরোজ মিয়া বলেন, “একই এলাকার ছৈয়দ হোসেনের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। গত ২ মার্চ ভাইকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।”

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “মারা যাওয়া রিদুয়ান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণসহ ৯টির বেশি মামলা রয়েছে।”

তিনি আরো বলেন, “দুপুরে স্থানীয় এক রাখাল পাহাড়ে গরু চরাতে গিয়ে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ‘শিশুকে ধর্ষণের’ অভিযোগে বাবা আটক 

চট্টগ্রামের কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। 

তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে পাষণ্ড বাবাকে আটক করা হয়। শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ