মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিরোধপূর্ণ জমির গাছ কাটতে যাওয়ায় ছোট ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছেন বড় ভাই। আজ  রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়ন পূর্ব কোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসহাক মোল্লার (৫৫) সঙ্গে তার বড় ভাই ছিদ্দিক মোল্লার (৫৮) জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ বিষয়ে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। দুই দিন আগে গাছ কাটার ঘটনায় সিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এ কারণে আজ সকালে এসহাক মোল্লার সঙ্গে বড় ভাই ইদ্রিস মোল্লার মারামারি হয়। এ সময় এসহাক মোল্লাকে হাত-পায়ের রগ কেটে দেন বড় ভাই ও তার লোকজন। পরে এসহাক মোল্লাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

জাহানারা আক্তার বলেন,এসহাক মোল্লা নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। 

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত এসহাক মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি

বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ারা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলার উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এ আই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।  

আরো পড়ুন:

চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানববন্ধন

কুষ্টিয়ায় আবরার হত্যার রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

এ আই টেকনিশিয়ানদের দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরি প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি এ আইদের মতো বেসরকারি এআইদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানিকে এ আইর অনুমোদন দেওয়ার পরও সরকারি এ আইদের ওপর চাপিয়ে দেওয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এ আইদের এফএএআই পদে নিয়োগ করতে হবে।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ