টানা ১১ সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না সিলেট বুরজান চা বাগান, বুরজান চা কারখানা, দড়াগাং চা বাগান ও কালাগুল চা বাগানের শতাধিক শ্রমিক। বেতন ভাতা না পেয়ে চা শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-পরিচালক বরাবর ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে ১১ দফা দাবি মেনে তাদেরকে দূর্ভোগ থেকে মুক্তির দাবি জানানো হয়। 

উল্লেখযোগ্য দাবিগুলো হল, ১১ সপ্তাহ ধরে বন্ধ থাকা মজুরী দেওয়া, বাগান সরদারদের মাসিক বেতন  দেওয়া, চা শ্রমিকদের সাপ্তাহিক রেশন প্রদান, বাগানের মাসিক বেতন প্রাপ্ত শ্রমিকদের বেতন প্রদান, ৮ মাস ধরে চা শ্রমিকদের কর্তনকৃত পিএফ টাকা ফান্ড অফিসে জমা, শ্রমিকদের চিকিৎসা ও ওষুধ প্রদান, শ্রমিকদের নিয়মিত বসত বাড়ি নির্মাণ, টিন, কাঠ, দরজা, জানালা প্রদান, শ্রমিকদের এরিয়া বকেয়া টাকা ও বকেয়া বোনাসের টাকা প্রদান, আইন মোতাবেক খাবার পানি ও স্যানিটেশন প্রদান এবং চা বাগানের অবসরে থাকা শ্রমিকদের ফান্ডের টাকা দেওয়া।

স্মারকলিপিতে তারা জানান, বাগান কর্তৃপক্ষ চা বাগানের গাছ কেটে বিক্রয় করছে কিন্ত শ্রমিকদের দেনা পাওনা মজুরী, রেশন প্রদান করছে না। তারা জানান, চা বাগানের শ্রমিকরা যথাযথ মজুরী না পাওয়ায় তাদের সন্তানরা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না।

বাগান পঞ্চায়েত কমিটির নেতারা জানান, ১১ দফা দাবিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাগান বন্ধ হলে বা  শ্রমিকরা কর্ম বিরতিতে গেলে ক্ষতির দায়ভার বাগান কর্তৃপক্ষ ও বাগান মালিককে বহন করতে হবে।

সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরির সভাপতিত্বে ও সোহাগ ছত্রী ও আতাউর রহমানা শামীমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কালাগুল চা বাগানের সভাপতি রনজিত নায়েক, দড়াগাংচা বাগানের কমল চাষা, খাদিম চা বাগানের সমুজ আলী, জাফলংয়ের সজল চাষা, লাক্কাতুরার বিরেন সিং,হিলুয়াছাড়ার শিপন পাল, বুরজান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রতি লাল, প্রত্যাশা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইদুল ইসলাম সুহেল প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম রকল প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ‘শিশুকে ধর্ষণের’ অভিযোগে বাবা গ্রেপ্তার 

চট্টগ্রামের কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। 

তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পাশবিকতার দৃশ্য মায়ের পরামর্শে মোবাইলে ধারণ করে রেখেছে ওই শিশুটি। মোবাইলটি পুলিশ জব্দ করেছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে পাষণ্ড বাবাকে আটক করা হয়। শিশুটির বাবা নগরের একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ