ওলামা লীগের সদস্যসচিব এখন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক
Published: 9th, March 2025 GMT
ওলামা লীগের ঝালকাঠি জেলার সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার জাতীয়তাবাদী ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে ২৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নেয়ামত উল্লাহ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আমুয়া নতুন বন্দরের ব্যবসায়ী। তিনি পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান জানান, জেলা কমিটি গঠনের আগে উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশে নামের চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সেই কমিটি অনুমোদন দিয়েছে। নেয়ামত উল্লাহর নাম কমিটিতে কিভাবে ঢুকল বুঝতে পারছি না। তাকে এ কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।
জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আগে আওয়ামী লীগ করতেন এমন অনেকেই এখন বিএনপি সহযোগী সংগঠনগুলোতে ভিড়ছেন। প্রেক্ষাপট পরিবর্তেনর পর ছদ্মবেশে দলে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ আছে অনুপ্রবেশ ঠেকাতে। স্থানীয় নেতারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করায় তা ঠেকানো যাচ্ছে না। এটা দলের জন্য অশুভ।
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবীন জানান, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।