চবিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
Published: 9th, March 2025 GMT
সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা দেশে সংঘটিত বিভিন্ন নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবি জানান।
আজ রোববার দুপরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিক হয়। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’, ‘নারীর নিরাপত্তা দেশের নিরাপত্তা’, ‘নারী নির্যাতন বন্ধ কর’, ‘ঘরে ও বাইরে নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে’- ইত্যাদি স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
সমাবেশে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি শিক্ষক নাজনীন নাহার ইসলাম বলেন, ‘একজন শিশু, যুবতী, মধ্যবয়স্কসহ কোনো নারী দেশে আজ নিরাপদ না। আইনের ফাঁকফোকরের কারণে ধর্ষকরা বেঁচে যাচ্ছে। এটি হতে দেওয়া যাবে না।’
সমাবেশে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক রাকিবা নবী বলেন, ‘দেশে নারী নির্যাতন ও নারীদের অধিকাররোধে আইন রয়েছে। কিন্তু এই আইনের অধিকারগুলো আমরা আদায় করতে পারছি না। দেশের নারী পুরুষ সবাইকে বিচার ও অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। দৈনন্দিন জীবনে নারীদের সর্বক্ষেত্রে নিরপত্তা নিশ্চিত করতে হবে। এটিই এখন বড় চ্যালেঞ্জ।’
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার এ সমাবেশের সঞ্চালনা করেন।
এছাড়াও চলমান হেনস্তা, ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এবং ধর্ষণের শাস্তি ফাঁসি কার্যকরের জন্য মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের নারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে এক সড়ক ও দুটি স্থাপনা থেকে শেখ হাসিনা ও রাসেলের নাম বাদ
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের এক সড়ক ও দুটি স্থাপনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট ভাই শেখ রাসেলের নাম বাদ দিয়েছে। এসব নাম পরিবর্তন করে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সিটি করপোরেশন। বিষয়টি আজ বুধবার জানা যায়।
গত ১৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পতন হওয়া সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। এরপর স্থাপনার বিদ্যমান নাম পরিবর্তন এবং নতুন নামকরণের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় সিটি করপোরেশন।
নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের জননেত্রী শেখ হাসিনা সড়কের নাম পরিবর্তন করে বিমানবন্দর সড়ক করা হয়েছে। ২০২৩ সালের মার্চে নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়ককে ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়ক নামকরণ করা হয়েছিল।
চট্টগ্রাম নগরের আমবাগানে শেখ রাসেল পার্ককে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে শহীদ ওয়াসিম আকরাম পার্ক করা হয়েছে। ২০১৯ সালে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই উদ্যান করেছিল সিটি করপোরেশন।
নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলে নতুন নামকরণ করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর স্টেডিয়ামের নামফলক খুলে ফেলা হয়েছে। বর্তমানে সংস্কার ও মেরামতকাজ চলছে। এই কাজ শেষ হলে নতুন নামকরণ করবে সিটি করপোরেশন।