বিনা শাস্তিতে ভারতে নারীদের একটা করে খুন করার অনুমতি চেয়েছেন ভারতের এনসিপির (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী রোহিণী একনাথরাও খাড়স। নারীর প্রতি ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবসে এমনই দাবি তুলেছেন তিনি।

দিবসটি সামনে রেখে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে এই দাবি করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।

চিঠিতে রোহিণী দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের বিরুদ্ধে যেভাবে অপরাধের ঘটনা বাড়ছে, তাতে তাদের একটা করে খুনের অনুমতি দেওয়া হোক। ওই খুনের ক্ষেত্রে নারীদের কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। সম্প্রতি মুম্বাইয়ে ১২ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা উল্লেখ করে রোহিণী জানিয়েছেন, নারীরা অত্যাচারী মানসিকতা এবং ধর্ষণের মানসিকতাকে হত্যা করতে চান। 


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ