নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মাদকসহ আটক
Published: 9th, March 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠকসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা জব্দ হয়।
রবিবার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় যৌথবাহিনী। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন।
আটককৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন (২৮) ও তার সহযোগী ইকবাল হোসেন (২৬)।
আরো পড়ুন:
‘মাদক সেবন’ দেখে ফেলায় উপড়ে ফেলা হলো ২ চোখ
নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মো.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, “মো. জিদান হোসেন জেলা কমিটির সংগঠক ছিলেন। তাকে আটকের বিষয়টি আমরাও জানতে পেরেছি। এ বিষয়ে তার বিরুদ্ধে আমরাও সাংগঠনিক ব্যবস্থা নেব।”
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার বলেন, “যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, “মো. জিদান আগে রং মিস্ত্রির ইন্টেরিয়রের কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তার পিঠে ছররা গুলি লাগে। এরপর জিদান সমন্বয়ক বনে যান। তিনি নিজে ইয়াবা সেবন ও বিক্রি করতেন। পাশাপাশি খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দালালিও করতেন।”
তিনি আরো বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী জিদান ও ইকবালকে আটক করে। তাদের কাছ থেকে চার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক ন র য়ণগঞ জ র স গঠক কম ট র করত ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। উপজেলার ভুলতাস্থ রয়েলমুন রুফটপে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ আসন থেকে জামায়েত ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আনোয়ার হোসেন মোল্লা, সাংবাদিক মো. হানিফ মোল্লা, রাশেদুল ইসলাম, এম.এ মোমেন, মীর আব্দুল আলীম, এডভোকেট ইস্রাফিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের আয়না। আর এই আয়নাতে ময়লা জমে গেলে যেমন ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি সাংবাদিকদের বিবেক নষ্ট হলেই অসত্য সংবাদ পরিবেশন শুরু করে।
আগামীর সুন্দর রূপগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরতে হবে। মরণকে স্মরণ করে সকল সাংবাদিকদের সত্য ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।