দারুণ শুরুর পর স্পিনে হাবুডুবু নিউজিল্যান্ডের
Published: 9th, March 2025 GMT
শুরু আর শেষটা মেলাতে পারল না নিউজিল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল কিউইরা। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার করা প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল ৩৭ রান। প্রথম ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৬৯। কিন্তু ভালো এই শুরুটা ধরে রাখতে পারেনি মিচেল স্যান্টনারের দল। শেষ পর্যন্ত ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ২৫১ রান।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরু আর শেষটা মেলাতে দেননি মূলত ভারতের স্পিনাররা। শামি ও পান্ডিয়ার করা ৫ ওভারে কোনো উইকেট পড়েনি বলে ষষ্ঠ ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে আনেন ভারত অধিনায়ক রোহিত। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নেন বরুণ।
১১তম ওভার থেকে রোহিত দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করেন। বরুণ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল—চতুর্মুখী এই স্পিন আক্রমণ চলে ৪৩ ওভার পর্যন্ত। যার মানে টানা ৩৩ ওভার ভারতের ঘূর্ণি সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের।
এই ৩৩ ওভারে মাত্র ৪ উইকেট হারালেও নিউজিল্যান্ড তুলতে পেরেছে ১১৫ রান। যার মানে গড়ে ওভারে ৩.
৪৪তম ওভারে শামি ফিরে আসায় আবার পেসে ফেরে ভারত। নিজের পরের ওভারে একটি উইকেট পেলেও এই দুই ওভারে শামি দেন ২৩ রান। ভারতের চার স্পিনার বল করেছেন মোট ৩৮ ওভার। ৩.৭৯ ইকোনমিতে দিয়েছেন ১৪৪ রান। তিনজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। দুই পেসার শামি ও পান্ডিয়া মিলে করেছেন ১২ ওভার, দিয়েছেন ১০৪ রান। শামি ৯ ওভার বোলিং করে ৭৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, পান্ডিয়া ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি।
মাঝখানে পথ হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষে গিয়ে একটু গা ঝাড়া দিয়ে উঠতে পেরেছে। শেষ ৫ ওভারে তুলেছে ঠিক ৫০ রান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
এক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে
রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবটির সমর্থকদের জন্য কাল রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাপারটি বর্ণনা করেছেন এভাবে—রুডিগারের অস্ত্রোপচার, মৌসুম শেষ। মেন্দির অস্ত্রোপচার, মৌসুম শেষ। আলাবার অস্ত্রোপচার, মৌসুম শেষ। লুকাস ভাসকেজ ২ ম্যাচ নিষিদ্ধ। রুডিগার ৬ ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ চোটের কারণে অস্ত্রোপচার, নিষেধাজ্ঞায় রিয়ালের রক্ষণভাগ উজাড়!
আরও পড়ুনরেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহামরা কে কত ম্যাচ১৯ মিনিট আগেসবার আগে এসেছে রুডিগারের মৌসুম শেষ হওয়ার খবর। গতকাল তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পর জানা গেল, আট সপ্তাহের জন্য রিয়াল সেন্টারব্যাককে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ লিগ মৌসুম শেষ রুডিগারের। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এরপর গভীর রাতে দুঃসংবাদ ভেসে আসে এক এক করে।
কোপা দেল রে ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন মেন্দি