খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Published: 9th, March 2025 GMT
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপের প্র্যাকটিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাডারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
খাদ্য উপদেষ্টা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপের প্র্যাকটিস ম্যানেজারকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় বিশ্বব্যাংকের অর্থায়নে এ দেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে খাদ্য সচিব মো.
ঢাকা/আসাদ/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাইকারীর কবলে আইনজীবী
রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে হেলাল উদ্দিন (৩০) নামে আইনজীবীকে ছিনতাইকারীরা মারধর করে মোবাইল-মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। তিনি নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হেলাল উদ্দিনের স্ত্রী নুসরাত মেহজাবিন বলেন, রাত ১টার দিকে সায়দাবাদ জনপথ মোড় এলাকায় কয়েকজন ছিনতাইকারী আমার স্বামীকে ধরেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। তিনি বাধা দিতে গেলে, তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হেলাল উদ্দিন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।