পবিত্র রমজান ও ইদুল ফিতর উপলক্ষে টানা ২৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ১৬ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

তবে এ সময় খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল এবং বন্ধের শিডিউলে চলবে শাটল ট্রেন।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

চবি ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও ৩ প্রক্টরের পদত্যাগ দাবি

চবির ভর্তি পরীক্ষায় ২ জুলাই-বিপ্লবীকে নিয়ে প্রশ্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ইদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ইদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।”

তিনি বলেন, “বন্ধের সময়ে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। বন্ধের শিডিউলে শাটল ট্রেনও চলাচল করবে। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হাবিপ্রবিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় এ উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এবং উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবিরসহ সিনিয়র শিক্ষকবৃন্দ।

পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। সেখানে মহান শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

এছাড়া দিসবটি উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ, টিএসসির সামনে মজার ইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কেক কাটা হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এর কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখান থেকে ফরিদপুর কবরস্থানে গিয়ে সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপির  কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে অডিটোরিয়াম-১ এ ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হাবিপ্রবির ভূমিকা ও ক্রমবিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য  অধ্যাপক মো. এনামউল্যা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসাইন মিঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর ।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাসান এবং সাদা দলের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান বাহাদুর।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশালে পুলিশের বাধায় রামায়ণ নাটক প্রদর্শন বন্ধ
  • ঢাকায় ৬ দিনের গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব
  • ভবিষ্যতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হবে না: রেল উপদেষ্টা
  • মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার
  • হাবিপ্রবিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
  • চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক
  • মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ
  • পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আরোপিত সংস্কৃতি: মৎস্য উপদেষ্টা
  • ‘চক্কর’-এর পর এলো মোশাররফ করিমের নতুন সিনেমার খবর