মাত্র ২৪ রান হলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে দেখা পেতেন ডাবলের। অলক কাপালির হাতে কাভারে যখন ধরা পড়েন নাঈম শেখ, তাকে যেন ঘিরে ধরেছিল রাজ্যের হতাশা। ক্যারিয়ার সেরা ১৭৬ রানে সন্তুষ্ট হয়ে অনিচ্ছা সত্তেও যেতে হয়েছে ড্রেসিংরুমে। 

নাঈমের এই রানে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড গড়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করে প্রাইম ব্যাঙ্ক। তাড়া করতে নেমে ২৪৯ রানে থামে ব্রাদার্স। ১৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাঈম অ্যান্ড কোং! 

মাত্র ১২৫ বলে ১৮টি চার ও ৮টি ছক্কার মারে বিধ্বংসী ইনিংসটি সাজান নাঈম। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। শুরু থেকেই এই বাঁহাতি ছিলেন বিস্ফোরক। ফিফটির দেখা পান ৩৮ বলে। তাতে চার-ছয় থেকে আসে ৩৮ রান! সেঞ্চুরি করেন ৮২ বলে। সেঞ্চুরির পর দেড়শ হতে খেলেন মাত্র ২৪ বল! 

আরো পড়ুন:

দুই বছর পর ঢাকা লিগে তামিমের সেঞ্চুরি

প্রাইম ব্যাংকের চারশর ইতিহাস, নাঈমের ১৭৬

এর আগে নাঈমের ক্যারিয়ার সেরা ছিল ১৩৬ রান। এটি নবম শতক। সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নাঈম যোগ করেন ১৪০ রান। সাব্বির ৭৩ রানে আউট হলে ভাঙে জুটি। এ ছাড়া ফিফটি করে অপরাজিত ছিলেন সাজ্জাদুল হক রিপণ। ব্রাসার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল আমিন হোসেন। 

তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। এক প্রান্তে একাই হাল ধরার চেষ্টা করেন আইচ মোল্লা। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৬ রান। চার রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ১১০ বলে ৫টি চার ও ৭টি ছয়ের মারে এই রান করেন আইচ। 

এ  ছাড়া মাইশুকুর রহমান ৩৪, অলককাপালি ৩০ ও মাহফিজুল ইসলাম রবিন ২৯ রান করেন। প্রাইম ব্যাঙ্কের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ২ উইকেট করে নেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ‘শিশু ধর্ষণে’ মীমাংসার সালিস থেকে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লা লালমাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে। পরে গ্রামের কয়েকজন মাতবর ঘটনাটি মীমাংসার জন্য সালিসে আয়োজন করেন। সেখানে ধর্ষণের ঘটনায় ওই বৃদ্ধকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে সালিসের এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে। 

জানা যায়, শনিবার রাত ১০টায় লালমাইয়ে ভুক্তভোগী শিশুটির বাড়িতে সালিস বসে। সেখানে অভিযুক্ত বৃদ্ধকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু গভীর রাতে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে শিশুটির মুখে ধর্ষণের বর্ণনা শুনে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। পরে রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালমাই থানায় মামলা দায়ের করেন।

শিশুটির চাচা বলেন, নির্যাতিত শিশুটির ধর্ষণের অভিযোগের বর্ণনা শুনে গ্রামের মাতবরেরা অভিযুক্ত বৃদ্ধকে সালিস বৈঠকে নিয়ে আসতে বললে গতকাল রাত ১০টার দিকে গ্রামের কয়েকজন ছেলে তাকে একটি চায়ের দোকান থেকে ডেকে নিয়ে আসেন। বৈঠকে দুই পক্ষের লোকজন একমত হয়ে ওই বৃদ্ধকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার পক্ষে দুই হাজার টাকা জমা দিয়ে রায় কার্যকরও করা হয়েছিল। খবর পেয়ে রাত দুইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এলে সালিস বৈঠক স্থগিত হয়ে যায়, পরে পুলিশও আসে। অভিযোগের বর্ণনা শুনে তারা বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যান। 

সালিসে উপস্থিত ফজলুর রহমান মিন্টু বলেন, গ্রামের গণ্যমান্যদের নিয়ে বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে সালিস বৈঠক হয়েছে। শিশুটির ওষুধ খরচ বাবদ ৫০ হাজার টাকা রায় করেছিল সালিসের বিচারকরা। বৃদ্ধের পক্ষে মাতবরের কাছে ২ হাজার টাকা জমা দিয়ে রায়ও কার্যকর করা হয়েছিল। কিন্তু রাত ২টায় সেনাবাহিনীর টিম গিয়ে বৃদ্ধকে আটক করে নিয়ে গেলে সালিস বৈঠক সমাপ্ত হয়।

স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেদোয়ান হোসেন বলেন, লালমাই আর্মি ক্যাম্পের একটি টিম যাওয়ার পর খবর পেয়ে আমরা শিশুটির বাড়িতে যাই। ভিকটিম ও তার পরিবারের কথা শুনে আমরা বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসি। 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে শিশুটির মা মামলা করেছেন। এ মামলায় ওই বৃদ্ধকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ