ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, কোনো হুমকির মুখে ইরান আলোচনার টেবিলে বসবে না। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের শীর্ষ কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি তেহরানকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। আর তেহরান এতে রাজী না হলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে: সামরিকভাবে, অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে খামেনি বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ‘তাদের নিজস্ব প্রত্যাশা চাপিয়ে দেওয়া।’

আলোচনার ব্যাপারে কিছু সরকারের দেওয়া হুমকি সমস্যা সমাধানের জন্য নয়। .

.. আলোচনা তাদের জন্য নতুন দাবি করার একটি পথ, এটি কেবল ইরানের পারমাণবিক সমস্যা নিয়েই নয়। ... ইরান অবশ্যই তাদের প্রত্যাশা মেনে নেবে না।”

খামেনির মন্তব্যের জবাবে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস আলোচনা অথবা সামরিক পদক্ষেপের বিকল্পটি পুনর্ব্যক্ত করেছেন।

হিউজেস এক বিবৃতিতে বলেছেন, “আমরা আশা করি ইরানি সরকার সন্ত্রাসের চেয়ে তার জনগণ ও সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেবে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ