বিএনপির অফিস পোড়ানো মামলায় আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
Published: 9th, March 2025 GMT
বরগুনার পাথরঘাটায় অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার ( ৮ মার্চ) রাতে উপজেলার বাদুরতলা ও কাকচিড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাইনুদ্দিন খান জানান, শনিবার রাতভর পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় বাদুরতলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে আটক করেন তারা।
এরপর কাকচিড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আলী ও আবু হানিফকে আটক করেন।
পরে পাথরঘাটা উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৯ মার্চ) বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প থরঘ ট উপজ ল
এছাড়াও পড়ুন:
রেকর্ড, রেকর্ড ও রেকর্ড
রেকর্ড, রেকর্ড আর রেকর্ড!
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। মেয়েদের ওয়ানডেতে এ দিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা।
তাঁর সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এরপর থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
২৭১ রান ডিফেন্ড করতে নেমে থাইল্যান্ডকে নিগারের দল অলআউট করেছে ৯৩ রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ২৮২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং তুলেছিল ৩৮ রান। তবে এরপরের গল্পটা বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট।
শুরুটা করেন ফাহিমা। ওপেনার বুচাথামকে ব্যক্তিগত ১৭ রানে আউট করেন ফাহিমা। আরেক চানিডাকেও আউট করেছেন ফাহিমা। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান নান্নাপাট কনচারোয়েনকিকেও আউট করেছেন তিনি। মিডল অর্ডারে ধস নামিয়েছেন জান্নাতুল। ওপেনিং জুটিতে ৩৮ রানের পর থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এসেছে চতুর্থ উইকেট জুটিতে, ১৮ রানের। এর বাইরে কোনো জুটি দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি। ৫ উইকেট নিতে ফাহিমা খরচ করেছেন ২১ রান, জান্নাতুল ৭ রান।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিগারের ৮০ বলে ১০১ রানের ইনিংস এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন নিগার। তাঁর সেঞ্চুরিটি এই সংস্করণে নিগারের প্রথম ও বাংলাদেশের তৃতীয়। আগের দুটি সেঞ্চুরিই ফারজানা হকের। ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক, সেটিই এত দিন মেয়েদের ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ছিল। তাঁকে পেছনে ফেলে আজ মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নিগার।
বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, আগামী রোববার।