মাগুরায় শিশু ধর্ষনের ঘটনা নিয়ে তোলপাড় সারাদেশ। ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে এসে সম্প্রতি বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ফুসে উঠেছে সারাদেশ। এবার বিষয়টি নিয়ে বিচার চাইলেন ঢালিউডের তারকা নায়ক শাকিব খান।

এ তারকা বেশ কিছুদিন ছিলেন দেশের বাইরে। মাত্রই ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস  জানায়, বিষয়টি  আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। তিনি তাঁর ফেরিফায়েড ফেসবুকে লিখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’

শাকিবের পোষ্টের সঙ্গে সঙ্গেই মুহূর্তেই ভরে যায় কমেন্ট বক্স। অনেকে শেয়ার করেছেন পোষ্টটি। এতে একজন লিখেছেন ‘সেলিব্রেটিদের এগিয়ে আসা উচিত’। ধর্ষনের বিরুদ্ধে শুরু হোক বিল্প¦ব’। অনেকেই দ্রুত বিচারের দাবী জানিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ শাকিবের প্রতি ভালোবাসা জানিয়েছেন।     
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ