সেবা বন্ধের হুঁশিয়ারি রামেক হাসপাতালের চিকিৎসকদের
Published: 9th, March 2025 GMT
পাঁচদফা দাবি আদায় না হওয়ায় সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
রবিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে রামেক হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন।
পরে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে তারা দাবি আদায়ে রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা.
ঢাকা/কেয়া/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত চিকিৎসকদের
দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে আগামী ৫ সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না এলে আবার কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন তারা।
দুই দফা দাবিতে আজ শনিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরুর কথা ছিল চিকিৎসকদের। তবে আগামী ১২ সপ্তাহের জন্য এ কর্মসূচি স্থগিত করেছেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন চিকিৎসকরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি আগামী ১২ সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেন।
তবে আগামী ৫ সপ্তাহের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না এলে আবার কর্মবিরতিতে যাবেন বলে জানান চিকিৎসকরা।