ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ খাইয়ে মাহমুদা খাতুন নামে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির সৎ মা হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমায়রাকে গ্রেপ্তারের পর তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। 

হুমাইরা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলম এর দ্বিতীয় স্ত্রী। 

মামলার এজাহারে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শিশু মাহমুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়। 

এ ঘটনায় গত ৭ মার্চ শিশু মাহমুদা খাতুনের বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেন। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, শনিবার রাতে র‌্যাব শিশু মাহমুদা হত্যা মামলার আসামিকে  গ্রেপ্তার করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

সপ্তাহের ব্যবধানে ভারতীয় গরুসহ সিলেটে কোটি টাকার পণ্য উদ্ধার

সিলেট সীমান্ত থেকে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় আরেকটি বড় ধরনের চোরাচালানের পণ্য উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সিলেট জেলার বিছনাকান্দি, উৎমা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল ও প্রতাপপুর সীমান্ত এলাকা থেকে এই চালান উদ্ধার করা হয়। ভারতীয় বিভিন্ন পণ্যের মধ্যে ১৭টি গরুও রয়েছে। উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য ৯৫ লাখ টাকা। 

বিজিবি জানিয়েছে, ভারতীয় পণ্যের মধ্যে চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙ্গুর, নারিকেল, চকলেট, ফুচকা, শীতের কম্বল, সুপারি, সালফার, মদ ও ইনজেকশন রয়েছে। এছাড়াও ওই সময় বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ উদ্ধার করে বিজিবি। 

এর আগে গত ৩ এপ্রিল ৪৮ বিজিবি সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত থেকে ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ